1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে কারিতাস'র উদ্যোগে কৃষিবীজ ও উপকরণ বিতরন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

মানিকছড়িতে কারিতাস’র উদ্যোগে কৃষিবীজ ও উপকরণ বিতরন

মো. ইসমাইল হোসেন। মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৫১ বার

কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে মানিকছড়ি উপজেলার ৭০ জন উপকারভোগী বাগান চাষীদের মাঝে কৃষিবীজ, চারা ও বিভিন্ন জৈব দ্রবণ প্রস্তুত উপকরণ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১০ টায় অফিস সংলগ্ন মাঠে প্রকল্পের উপকারভোগীদের মাঝে বেল চারা ২০৭ টি, লেবু চারা ১৩৮ টি, পেয়ারা চারা ৬৯ টি বিতরন করা হয়। এছাড়াও ১০ জন জুমচাষী উপকারভোগীর মাঝে বিনি ধান , ভুট্টা, মিষ্টিকুমড়া, বরবটি, জুম বেগুন, জুম মরিচ, পেপে চারা, আপেলকুল চারাসহ দুজন জৈব কৃষি উপকারভোগীদের মাঝে কলমি শাকের বীজ, লালশাক বীজ, ডালের বেসন, চিটাগুর, সেক্সফেরোমন টোপ, পুইশাকের বীজ, বরবটি, হলুদ কার্ড, পেপে চারা ও মাটির হাড়ি বিতরন করা হয় এবং ১জন বাগান চাষী টেষ্ট প্লটের উপকারভোগীর মাঝে মাটির হাড়ি, আর সিসি রিং, চিটাগুড়, ডালের বেসন, পেপে চারা ও পলিথিন সিট প্রদান করা হয়৷

বিতরনকালে উপজেলা কৃষি অফিসার মো. হাসিনুর রহমান, সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমা, মাঠ সহায়ক জীবন্ত তালুকদার, রিন্টু চাকমা, আবাইশি মারমা ও পংমে মারমা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net