কে এম ইউছুফ :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরীর সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উপসচিব মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে শিক্ষাবিদদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মেয়রের নিজ বাসভবনে মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় ছিলেন- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান মো. মুজিবুর রহমান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, বিশিষ্ট কলামিস্ট ড. মাসুম চৌধুরী, সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক মুহম্মদ তসলিম উদদীনসহ অন্যান্যরা।