নইন আবু নাঈম বাগেরহাটঃ
বাগেরহাটের ফকিরহাটে ৬ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। ২রা জুন বুধবার সকালে উপজেলার পিলজংগ গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। প্রাথমিক বিদ্যালয়ের ১ম শেনীর ছাত্রী ওই শিশু ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের (মামলা নং -০৩, ০২/০৬/২০২১ইং) করেছে।
মামলা সুত্রে প্রকাশ, ফকিরহাটের পিলজংগ গ্রামে এদিন সকাল সাড়ে আটটার দিকে শিশুটি তার দাদার সাথে বাড়ীর পাশে অবস্থিত পানের বরজে যায়।কিছুক্ষণ বাদে সে একা একা বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথি মধ্যে মিন্টু শেখ (৬০) নামের এক বৃদ্ধ পানি খাওয়ানোর কথা বলে শিশুটিকে ওই এলাকার পবিত্র দাশ ওরফে ধুনার বাশ বাগানে নিয়ে ধর্ষনে লিপ্ত হয়।এ সময় শিশুটির আর্তচিৎকার মিরাজুল শেখ নামের এক ব্যক্তি ছুটে আসলে আসামী মিন্টু দৌড়ে পালায়।এরপর শিশুটি বাড়ী ফিরে সব ঘটনা তার মাকে বলার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে।
ভুক্তভোগীর পরিবার সুত্র জানিয়েছে, শিশুটি এখন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল গভীর রাতে ফকিরহাট মডেল থানার ওসি তদন্ত আলিমুজ্জামান এর নেতৃত্বে এস আই সেলিম খুলনার দাকোপ থেকে আসামিকে আটক করতে সক্ষম হই।