1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে কয়েকটি পশুর হাটে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে তিন সহদরের দাদন বা সুদি কারবারের যাঁতাকলে সর্বস্বান্ত শত শত পরিবার  শহীদ ওয়াসিম আকরাম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা ঢাকা কলেজে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত এনসিপি’র পূর্বঘোষিত মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় উদ্বেগ মির্জা ফখরুলের ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক জুলাই শহীদদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৪৪ দলের কোনোটি ‘উত্তীর্ণ’ হয়নি ৫ দফা দাবিতে বুধবার জুলাই ঐক্যের কফিন মিছিল সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র : ডা. জাহিদ

রাউজানে কয়েকটি পশুর হাটে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৬৯ বার

আর মাত্র চার দিন বাকি পবিত্র ঈদুল আযহা। এই ঈদ উপলক্ষে রাউজানে বসেছে কোরবানী পশুর হাট। সামাজিক দুরত্ব বজায় রেখে কোরবানী পশুর হাটে বসাতে সরকারের দেওয়া বিধি-নিষেধকে উপেক্ষা করে চলছে বেচাকেনা।

ক্রেতা-বিক্রেতা ও পশুর হাটে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ অধিকাংশ মানুষের মুখে মাক্স থাকলেও কিছু মানুষের মুখে নেই মাক্স। ১৬ জুলাই (শুক্রবার) রাউজানের হলদিয়া ফকির টিলা বাজার, ডাবুয়ার হিংগলা মুছা শাহ্ বাজার, চিকদাইর হক বাজার, নোয়াপাড়া চৌধুরী হাটে বসে পশুর হাট। সেখানে ক্রেতা–বিক্রেতাদের মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। অধিকাংশ মানুষের মুখে ছিল না মাক্স। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বিকেলে এসব পশুর হাটে অভিযান চালায়। অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা আদায় করা হয়।পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতায় করেন।

অপরদিকে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল্ হারুনের নেতৃত্বে রাউজান থানার পুলিশের একটি দল রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট বাজারে পশুর হাট মনিটরিং করে।এই হাটে অধিকাংশ ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্য বিধি অমান্য করে গরু-ছাগল বেচাকেনা করতে দেখে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল্ হারুন ক্রেতা- বিক্রেতাদের মধ্যে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া সহপুলিশ সদস্যরা। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, হলদিয়া ফকির টিলা বাজার ও ডাবুয়ার হিংগলা মুছা শাহ বাজারে অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৭টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net