স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন-৯৪, গাইবান্ধা এর আয়োজনে মুহুরী পাড়া নিবাসী মরহুম জয়তুল ইসলাম আবুল এর পুত্র সদ্য প্রয়াত মরহুম হাসান পারভেজ সেতু-এর স্মরনে এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ আগষ্ট ) বিকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মিলনায়তনে-এ অনুষ্ঠিত হয়।
স্মরন সভায় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, শাহেদুজ্জামান, রায়হাতুল এমরান, রেজাউল করিম, শামীম মিয়া, সরোয়ার হোসেন, ফরহাদ হোসেন, আজাহারুল ইসলাম, ইব্রাহীম মোহাম্মদ, জাফর ইকবাল, পপি রোজারিও, সানোয়ার হোসেন, জাহিদ হাসান, জুন্নুন চৌধুরী, মনিরুজ্জামান বিল্লাহ, আরেফ বিল্লাহ্ প্রমুখ স্মৃতিচারণ করেন।
সভাশেষে তার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।