1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে শোকদিবসের অনুষ্টানে হাতাহাতি, একজন আহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টাকে সিইসি ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস

হাটহাজারীতে শোকদিবসের অনুষ্টানে হাতাহাতি, একজন আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৬৫ বার

জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্টানে আওয়ামিলীগের দুগ্রুপের হাতাহাতিতে একজন আহত। ১৫ আগষ্ট রোববার সকালে হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের মাদার্শা বহুমূখি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আওয়ামীলীগ নেতাকর্মীরা মাদার্শা বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্টানের শেষ পর্যায়ে স্থানীয় ১০উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান মন্জুর হোসেন মাসুদের সাথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অসীম মল্লিকের তর্কাতর্কি হলে অসিম মল্লিক চেয়ারম্যান মাসুদকে ঘুষি মারে। এসময় অনুষ্টানে আগত নেতাকর্মীরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অসীমকে কিলঘুষি মারে । এতে অসিম মল্লিকের নাক দিয়ে রক্তপাত হলে স্থানিয়রা এঘটনায় চেয়ারম্যান মাসুদ আহত হলেও অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় অসীম মল্লিককে হাটহাজারী স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসীম মল্লিক সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর উত্তর মাদার্শার চেয়ারম্যান মাসুদ আমাকে ধাক্কা দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। চেয়ারম্যান ও তার অনুসারীরা আমাকে মেরে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ শামীম বলেন, দুপুরে অসীম মল্লিক নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিতে আসেন। তার নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদ জানান, এটা পূর্ব পরিকল্পিত। এলাকায় আমার জনপ্রিয়তা থাকায় কিছু ব্যক্তি ইর্ষান্বিত হয়ে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছে। আজকে বিশেষ দিবসের অনুষ্ঠানে এর বহিঃপ্রকাশ। আমি নিজেও আহত হয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net