1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার ফুটবল জাদুকর আব্দুল হালিম তিনটা বিশ্ব রেকর্ডের মালিক হয়েও অভাব অনাটন যেন তাঁর নিত্যসঙ্গী! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ মে ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ১০টি হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠান॥ আমি কৃষক মজুর সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি তাই তাদের মুখে হাঁসি ফুটানোর জন্য কাজ করছি — কেয়া চৌধুরী অনুমোদন ছাড়াই চলছে সৈয়দপুরে পুকুর খনন, দেখেও নির্বিকার প্রশাসন চৌদ্দগ্রামে হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি কেন্দ্রীয় শহিদ-মিনার অযত্ন-অবহেলার শিকার রক্ষণাবেক্ষণে স্থায়ী লোক নিয়োগের দাবী। — এমএ বার্নিক ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা নোয়াখালীতে রামচন্দ্র দেবের ৭৫ তম তিরোভাব উৎসবে নিরাপত্তা প্যারেড হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ Daftar Situs Slot Server Thailand Terlengkap Mudah Maxwin খাগড়াছড়ি রামগড়ে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রাউজানে কালবৈশাখীর তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি 

মাগুরার ফুটবল জাদুকর আব্দুল হালিম তিনটা বিশ্ব রেকর্ডের মালিক হয়েও অভাব অনাটন যেন তাঁর নিত্যসঙ্গী!

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৭২ বার

মাগুরার ফুটবল যাদুকর আব্দুল হালিম রেকর্ডের পর রেকর্ড ভেঙে এখন তিনটা বিশ্ব রেকর্ডের মালিক হলেও সংসারে তাঁর অভাব অনাটন যেন তাঁর নিত্য দিনের সঙ্গী। ধার দেনা করে সংসার চালিয়ে চাউলের দোকানে ২৪ হাজার টাকা রয়েছে বাকি।

মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাবা ছানাউল্লাহ পাটোয়ারী ও মাতা ফাতেমা বেগমের ঘরে ১৯৭৫ সালের ২৭ মার্চ জন্ম নেন আব্দুল হালিম।
ছোট বেলা থেকেই পরিবারের অভাব অনাটনে বড় হওয়া ছেলেটার কোন কিছু্রই তেমন চাহিদা ছিলো না । ঈদসহ নানা উৎসবে নতুন জামার বদলে একটা বল পেলেই যেন মহাখুশী । অজপাড়াগাঁ থেকে উঠে এসে ফুটবলে তিন – তিনটি বিশ্ব রেকর্ড করে গ্রীনিচ বুকে নাম উঠিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশের মুখ উজ্জল করেছেন মাগুরার এই কৃতি ফুটবল যাদুকর আব্দুল হালিম । তবে আজো মেলেনি তার কোন সরকারি স্বীকৃতি । পিতা, স্ত্রী ও ২পুত্র সন্তান নিয়ে মাগুরার এই বিষ্ময়কর ফুটবল যাদুকরের সংসার চলছে অনেকটা টানা পড়েনের মধ্য দিয়ে।

কোনমতে প্রাইমারী পার হলেও হাইস্কুলের গণ্ডী পার না হওয়া ছেলেটি ফুটবল প্রেমে আর লেখাপড়া করতে পারেনি। ছোট বেলা থেকেই ভাবতেন ফুটবল নিয়ে কিছু করতে হবে কথা সব সময় ভাবতেন আব্দুল হালিম। তাই লেখাপড়ার প্রতি মনোযোগ হারিয়ে সারাদিন শুধু বল নিয়েই তার কাজ । বল নিয়ে খেলাধুলা বল পাশে রেখে কাজকর্ম করা, বল ছাড়া যেন তার কোন কিছুই চলতো না। সারাদিন হাতে বল, পায়ে বল, মাথায় বল,
ফুটবল যেন তার ছায়া সঙ্গী। ফুটবল মাথায় নিয়ে করতে পারেন না যেন এমন কিছুই নেই। ফুটবল নিয়ে গাছে ওঠা, খাওয়া দাওয়া সাইকেল চালানো সাঁতার কাটা সব কিছুই করেন তিনি অনায়াসে। অধ্যবসায় মাধ্যমে ফুটবল নিয়ে তিনি অর্ধশত খেলা দেখাতে পারেন । ফুটবলকে ঘিরে নানা কসরত দেখিয়ে দেশের মানুষকে মুগ্ধ করেই চলে তার দিন। ফুটবল নিয়ে জাদুকরী এ নৈপুণ্য দেখে মুগ্ধ দর্শকের মুহুর্মুহু করতালি পেলেও নিয়মিত কোন আয়ের উৎস না থাকায় প্রতিনিয়ত দুঃচিন্তার মধ্য দিয়ে দিন কাটাতে হয় তার পরিবারকে।

১১আগষ্ট বুধবার দুপুরে এক প্রশ্নের জবাবে আব্দুল হালিম আমাদের প্রতিনিধিকে জানান- করোনার পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকা অবস্থায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফুটবলের বিভিন্ন কসরত ( যাদু) দেখিয়ে চলার মত টাকা পয়সা আয় করতাম,কিন্তু মহামারী করোনা কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে,আর আমার ও কপাল পুড়েছে। বর্তমানে আমার ইনকাম একেবারেই শূন্যো। ধার দেনা করে খেয়ে না খেয়ে অতি কষ্টে আমার সংসার চলছে। আমি বর্তমানে চাউলের দোকানে ২৪ হাজার টাকা দেনা আছি৷ কিভাবে এদেনা পরিশোধ করবো সে চিন্তায় হিমসিম খাচ্ছি।

আব্দুল হালিম দেশ ও জাতীর প্রেরণা এলাকার সবার কাছে একটি মডেল। তাই সরকারের কাছে তাঁর প্রতিভার সঠিক মূল্যায়ন চান এলাকার বেশীরভাগ মানুষ।

২০১১ সালের ২২ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্র্যাকে মাথায় বল নিয়ে টানা ১৫.২ কিলোমিটার হাঁটার ভিডিও দৃশ্য ধারণ করে ১১.১২ কিলোমিটার পথ হেঁটে বিশ্ব রেকর্ড গড়া মালয়েশিয়ার ই মিং লুকেগিনেসকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ড করেন আব্দুল হালিম।
এরপর তিনি ২০১৫ সালের ২২ নভেম্বর ঢাকায় মাথায় বল নিয়ে দ্রুততম সময়ে ২৭.৬৬ সেকেন্ড রোলার স্কেটিং এ ১০০ মিটার অতিক্রম করে আরোও একটি বিশ্ব রেকর্ড করেন তিনি। এবার তৃতীয় রেকর্ড ২০১৭ সালের ৮ জুন পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সাইকেল চালিয়ে বল মাথায় নিয়ে ১ ঘণ্টা ১৯ মিনিটে ১৩.৭৪ কি.মি. পথ অতিক্রম করে তৃতীয় রেকর্ড গড়েন মাগুরার ফুটবল যাদুকর আব্দুল হালিম। তার মতো অভাব অনাটনের পরিবারের প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য সরকারী পৃষ্টপোষকতা দাবী করেছেন তিন- ৩টি বিশ্ব রেকর্ড গড়ার মালিক আব্দুল হালিম।

হালিম আরো জানান শুধু বিশ্ব রেকর্ড করেই থামতে চাইনা আমি, নিজের জন্য সরকারি স্বীকৃতির পাশাপাশি আগামী প্রজন্মের কাছে এমন কিছু রেখে যেতে চাই যা পৃথিবীর বুকে বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তবে হালিমের মতো এই প্রতিভাবানদের সরকারি পৃষ্টপোষকতা না দিলে আস্তে আস্তে আগামী প্রজন্মের মধ্যে ক্রীড়া নৈপুন্যের প্রতিভার বিলুপ্ত ঘটবে বলে জানান, সুশীল সমাজের প্রতিনিধিরা।
আব্দুল হালিমের প্রতিভার যথাযথ মূল্যায়ন করে তাঁর জীবন মান উন্নয়নে পাশে থাকার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন মাগুরা জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাস।

মাগুরা কৃতি সন্তান ফুটবল জাদুকর আব্দুল হালিম ফুটবল নিয়ে এমন কিছু করুক যা আগামী বিশ্বে বংলাদেশের নাম চির স্মরনীয় হয়ে থাকবে এমটাই প্রত্যাশা করেন মাগুরাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম