1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী জেলা ও শহর তাঁতী লীগের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মনিপুরে গুলি ও পশ্চিমবঙ্গে কিছু সহিংসতা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ  হয়েছে ভারতে নকলায় ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর নিহত: মা-মেয়ে আটক ঈদগাঁওতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ডিসি নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশাসন বদ্ধপরিকর ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই একসাথে বিবাহ করলেন দুই বন্ধু ! মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা Best Totally Free Dating Websites in 2024 বাঁশখালীতে সড়ক সংস্কার কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ মুজিবুর রহমান মাগুরায় ডেন্টাল সোসাইটি’র নির্বাচনে সভাপতি ডাঃ সুশান্ত ও সাঃ সম্পাদক ডাঃ ইমন পুনঃ নির্বাচিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা চৌদ্দগ্রামে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

নরসিংদী জেলা ও শহর তাঁতী লীগের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৫ বার

নরসিংদী শেরেবাংলা ক্লাবে জেলা ও শহর তাঁতী লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ও শহর শাখা তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু ও হিরু সরকার স্বাক্ষরিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নরসিংদী জেলা তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন :- বাংলাদেশ তাঁতী লীগের গঠনতন্ত্র বহির্ভূতভাবে নরসিংদী জেলা ও শহর শাখা তাঁতী লীগের কমিটি বিলুপ্ত করার প্রতিবাদে আজ এই সংবাদ সম্মেলন। গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ তাঁতী লীগ এর প্যাডে তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ এর যৌথ স্বাক্ষরিত নরসিংদী জেলা তাঁতী লীগের আহবায়ক কমিটি এবং এরপরের দিন অর্থাৎ গত ২ সেপ্টেম্বর শহর তাঁতী লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। তারা উল্লেখ করেন বার বার তাগিত দেওয়া শর্তেও আমি সন্মেলন করছিনা বিধায় উক্ত কমিটি দুটি বিলুপ্ত ঘোষণা করা হয়। উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশ তাঁতী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন। গঠনতন্ত্র ও সংগঠনের নিয়ম অনুযায়ী জেলা কমিটির ( আহবায়ক) হিসেবে যিনি দায়িত্বে আছেন তার বরাবর কেন্দ্র হতে লিখিত বা পত্র প্রদান বা সন্মেলন করার নির্দিষ্ট সময় নির্ধারিত করে দেন নাই । এসবের কিছুই না করে সংগঠনের নিয়ম-কানুনের তোয়াক্কা না করে আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে জেলা ও শহর তাঁতী লীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। কিছুদিন পূর্বে বাংলাদেশ তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ উদ্দিন ভূঁইয়া আমাকে মৌখিকভাবে বলে কেন্দ্রীয় কমিটির সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র দেবনাথ কে ৫,০০০০০/= ( পাঁচ লক্ষ) টাকা দিতে হবে। তা না হলে জেলা ও শহর কমিটি বিলুপ্ত করা হবে। আমি সময় মতো টাকা দিতে না পারায় ঈর্ষান্বিত হয়ে গঠনতন্ত্র বহির্ভূতভাবে জেলা ও শহর তাঁতী লীগের কমিটি বিলুপ্ত করা হয়। তিনি আরও বলেন, আমি জেলা তাঁতী লীগের আহবায়ক হিসেবে দীর্ঘ ৪ বছর যাবত সুনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছি। আহবায়ক হিসেবে দায়িত্ব পালনকালে কোন সময় সংগঠন বিরোধী কাজে লিপ্ত ছিলাম না। আমার দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক দক্ষতা ও মেধা দিয়ে নরসিংদী জেলা তাঁতী লীগকে একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জেলা তাঁতী লীগকে শক্তিশালী হিসেবে গড়ে তুলি। বিগত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলীয় সকল কর্মসূচিতে নরসিংদী জেলা ও শহর তাঁতী লীগের ব্যানারে সফলভাবে তা পালন করি। যা আপনাদের মাধ্যমে জাতীয় দৈনিক, স্থানীয় পত্র-পত্রিকা ও ইলেকট্রনিকস মিডিয়ার ব্যাপকভাবে প্রচারিত হয়। মুজিব আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নরসিংদী জেলার ৬টি উপজেলা, ৭টি থানা ও ৬ টি পৌরসভায় তাঁতী লীগের কমিটি গঠন করে তাঁতী লীগের নেতা-কর্মীরা স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগের মত এত বড় সংগঠনের দায়িত্ব প্রাপ্ত প্রথম সারির দুই একজন নেতাদের দায়িত্বহীনতার কারণে সংগঠন আজ প্রশ্নবিদ্ধ। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এবং ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজমের নিকট আবেদন জানাই সঠিক তদন্তের মাধ্যমে এইসব দায়িত্বহীন নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে সোনার বাংলা গঠনে বাংলাদেশ তাঁতী লীগের নরসিংদী জেলা ও শহর শাখা তাঁতী লীগের নেতা-কর্মীদের চলমান অগ্রযাত্রায় অংশগ্রহণে রাখতে আজ্ঞা হয়। উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, শহর তাঁতী লীগের আহবায়ক হিরু সরকার, শহর তাঁতী লীগের যুগ্ম আহবায়ক আবু তাহের ভূঁইয়া বন্যা, কাজল মিয়া সহ ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম