1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক যুগেরও বেশি সময় চিকিৎসকশুন্য ভৈরব রেলওয়ে হাসপাতাল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যাশলেস বাংলাদেশ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যলা, সেমিনার ও স্টল প্রদর্শন ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন- মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে জুলাই শহীদদের গল্প: মাহমুদুর রহমান বাংলাদেশ কল্যান পর্টির মহাসচিব, বিএফইউজের নির্বাহী সদস্য মুহা. আবু হানিফের কন্যার অভাবনীয় সাফল্য মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখে শেখ হাসিনা: টেলিগ্রাফ শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩০ ইউনিট

এক যুগেরও বেশি সময় চিকিৎসকশুন্য ভৈরব রেলওয়ে হাসপাতাল

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ বার

পূবাইল থেকে ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়ার বাতশাল থেকে ভৈরব বাজার ও ময়মনসিংহের গৌরীপুরে ভবায়নগর পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে হাসপাতালের আওতাভুক্ত। তবে হাসপাতালটিতে এক যুগেরও বেশি সময় ধরে নেই কোনো চিকিৎসক।

একজন ফার্মাস্টিট অতিরিক্ত দায়িত্বে থাকলেও আসেন সপ্তাহে দুদিন। মেডিসিন কেয়ার দিয়ে চলে বাকি দিনগুলো। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কর্মরত হাজারও কর্মকর্তা-কর্মচারী ও রেল দুর্ঘটনায় আহত রোগীরা।

রেলওয়ে সূত্রে জানা যায়, ভৈরব রেলওয়ে চিকিৎসালয়ে একজন চিকিৎসক, একজন ফার্মাস্টিট, একজন মেডিসিন কেয়ার, দুজন ওয়ার্ড অ্যাটেনডেন্ট, একজন ডিসপেনসারি কেয়ার, একজন চৌকিদার থাকার কথা। কিন্তু বর্তমানে হাসপাতালে কর্মরত আছেন একজন ফার্মাস্টিট, একজন মেডিসিন কেয়ার, একজন ওয়ার্ড অ্যাটেনডেন্ট, একজন ডিসপেনসারি কেয়ার ও একজন চৌকিদার।

হাসপাতালের ফার্মাস্টিটের রুমে গিয়ে দেখা যায় একজন বসে কিছু লিখছেন। ডাক্তার আছে কি-না তার কাছে জানতে চাইলে বলেন, আমি মজনু মিয়া এখানে মেডিসিন কেয়ার পদে আছি। হাসপাতালে একজন ফার্মাসিস্ট অতিরিক্ত দায়িত্বে আছেন। তবে তিনি এখন নেই। সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার আসেন। তার অনুপস্থিতিতে আগত রোগীদের আমিই সেবা দিয়ে থাকি।

তিনি আরও বলেন, এ হাসপাতালে ১৪ বছরেও বেশি সময় ধরে কোনো চিকিৎসক নেই। নামেমাত্র একজন ফার্মাস্টিট দায়িত্বে আছেন। তিনি থাকেন ময়মনসিংহে। সেখান থেকে মাঝেমধ্যে আসেন তিনি।

রেলওয়ে বিভাগের ট্রলিম্যান পদে কর্মরত বাবুল মিয়া পেট ব্যথা নিয়ে আসেন হাসপাতালে। তিনি বলেন, হাসপাতালে কোনো ডাক্তার নেই। কিন্তু কী করবো উনার (মেডিসিন কেয়ার) কাছ থেকেই ওষুধ নিয়ে যাই। ডাক্তার থাকলে তো সঠিক চিকিৎসা সেবা পেতাম।

রেলওয়ে চিকিৎসালয়ের ওয়ার্ড অ্যাটেনডেন্ট শাহিনা বলেন, শুনেছি এই হাসপাতালের চিকিৎসক নিয়োগ বন্ধ করে দিয়েছে সরকার। একজন ফার্মাসিস্ট আছেন। তিনি মাঝেমধ্য আসেন। কিন্তু আমরা তো প্রতিদিনই হাসপাতালে এসে আমাদের দায়িত্ব পালন করছি। রোগীরা আসলে মেডিসিন কেয়ার মজনু মিয়া তাদের চিকিৎসা সেবা দেন।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব রেলওয়ে চিকিৎসালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা ফার্মাস্টিট মো.কামরুজ্জামান বলেন, ১৪ বছরের বেশি সময় ধরে এ হাসপাতালে চিকিৎসক নেই। চিকিৎসক ছাড়াই আগত রেলওয়ে কর্মচারীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমি অতিরিক্ত দায়িত্বে আছি। আমার মূল দায়িত্ব ময়মনসিংহের চিকিৎসালয়ে। সেখান থেকে ভৈরব হাসপাতালের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। এত দূর থেকে তো এসে রোগী দেখা সম্ভব নয়। তবুও আমি সপ্তাহে দুদিন হাসপাতালে একাই রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আসছি। প্রতিদিন ২৫-৩০ রোগী সেবা নিতে আসেন।

তিনি আরও বলেন, জরুরি ক্ষেত্রে হাসপাতালের মেডিসিন কেয়ার পদে যিনি আছেন তিনি প্রাথমিক চিকিৎসা দেন। যদি গুরুতর কোনো রোগী আসলে, স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স বা ঢাকা হাসপাতালে পাঠিয়ে দেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net