খাগড়াছড়ি জেলার গুইমারার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাকে বাংলাদেশ কৃষি ব্যাংক রামগড় শাখার উদ্যোগে প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের ব্যাংক ঋন আদায় ও নতুন ঋন বিতরণ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর বুধবার বড়পিলাক বাজারে এ নিয়ে এক সভার আয়োজন করা হয়।
ব্যাংকের শাখা ব্যাবস্হাপক দেবাশীষ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়পিলাক গ্রামের বিশিষ্ট কৃষক তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়পিলাক ওয়ার্ডের সাবেক
মেম্বার ও বাগান চাষী সৈয়দ হোসেন আসকারী।
ব্যাংকের ঋন কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এলাকার প্রান্তিক কুষকদের নিকট থেকে ৮ লক্ষ টাকা আদায় ও ১০ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ করেন।
সভায় এলাকাবাসীর পক্ষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বলেন গুইমারা উপজেলা হওয়ার পরও কৃষি ব্যাংকের শাখা স্হাপন না হওয়ায় বড়পিলাক এলাকাবাসীসহ গুইমারা উপজেলার ৩ টি ইউনিয়নের প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীরা সুবিধা বঞ্চিত হচ্ছে তাই দ্রুত গুইমারাতে কৃষি ব্যাংকের শাখা স্হাপনসহ ঋন প্রাপ্তি সহজলভ্য করার দাবী জানান। সভার সভাপতি রামগড় কৃষি ব্যাংকের শাখা ব্যাবস্হাপক দেবাশীষ ত্রিপুরা উপস্হিত গ্রাহকদের উদ্যেশ্যে বলেন প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের ঋন সহায়তা দিয়ে আসছে কৃষি ব্যাংক। তার ধারাবাহিকতায় ঋন কার্যক্রম আরো জোরালোভাবে চলবে। তবে সঠিক ও নির্ভেজাল ঋনগ্রহীতা হতে হবে। তিনি আরও বলেন আমার জানামতে গুইমারাতে কৃষি ব্যাংকের শাখা স্হাপন পক্রীয়াধীন রয়েছে আমাদের পক্ষথেকে যথাসাধ্য সমর্থন দিয়ে যাব যাতে গুইমারা তে দ্রুত কৃষি ব্যাংকের শাখা স্হাপিত হয়।