হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ছাদেকনগর গ্রামে নিজেদের পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম জহুরুল হক।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জাতীর এই বীর সন্তানকে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা জানান। হাটহাজারী মডেল থানা পুলিশের সুশৃঙ্খল ও চৌকস একটি টিম মরহুম এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই বীরকে।
হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুরুল আলম, গুমানমর্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মুজিবুর রহমান শ্রদ্ধা প্রদানকালে তাঁর সাথে ছিলেন।
ছিলেন- ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, ইউপি সদস্যগণ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।