1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন চুয়েটের এক কর্মচারী- সড়কের পাশে রাখা হয়েছে বৈদ্যুতিক খুঁটি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন চুয়েটের এক কর্মচারী- সড়কের পাশে রাখা হয়েছে বৈদ্যুতিক খুঁটি

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২২০ বার

চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের এক কর্মচারী।তার নাম নারায়ন কর (৫০)। সেই চুয়েটের ৪র্থ শ্রেণির কর্মচারী ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকার তালুকদার পাড়ার প্রয়াত যতিন্দ্র করের ছেলে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়েটের মূল ফটক সংলগ্ন চুয়েট পুলিশ ক্যাম্পের দেওয়ালের পাশ থেকে সবজি তুলতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত তিনি চুয়েটের শেখ রাসেল হলের গার্ড হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র মতে, নিহত নারায়ন বুধবার সকালে চুয়েটের দেয়ালের সাথে লাগানো একটি পল্লী বিদ্যুতের খুঁটি-সংলগ্ন নিজের সবজিক্ষেত থেকে সবজি তুলছিলেন। এসময় খুঁটির তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এদিকে রাউজান উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কের পাশে মানুষের চলাচলের পথে রাখা হয়েছে বৈদ্যুতিক খুঁটি। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি -২ রাউজান উপজেলা কার্যালয়ের সামেন এসব বৈদ্যুতিক খুঁটি রাখায় পথচারীদের চলাচল করতে হচ্ছে সড়কের উপর দিয়ে। এসব খুঁটির রাখার কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net