কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে আলহাজ্ব জয়নাল আবেদীন সভাপতি ও তৌহিদুল ইসলাম মিটু সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে।
গত রবিবার ২৬ সেপ্টেম্বর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ঘোষিত কমিটির মেয়াদ তিন বছর। ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করে বাজারের উন্নয়ন, যানজট নিরসন, শান্তি–শৃঙ্খলা রক্ষা, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও ব্যবসায়ীদের ভোটার তালিকা হালনাগাদসহ যাবতীয় কাজ করবে কমিটি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,পূর্ববর্তী বাজার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়েছে। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আলহাজ্ব জয়নাল আবেদীনকে সভাপতি ও তৌহিদুল ইসলাম মিটুকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।