1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে অসহায় সুফিয়াকে ঘর নির্মাণ করে দিচ্ছেন যুবলীগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগের করা চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব চন্দনাইশে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত রাঙামাটিতে সাংবাদিক কামালের ওপর যুবলীগ নেতার  হামলা চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় ব্রিজ ভেঙে ব্যস্ততম সড়কে মরণ ফাঁদ ঠাকুরগাঁও দলিল লেখক সমিতির নির্বাচন, সভাপতি ওয়াদুদ, সম্পাদক মোজাম্মেল সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ হজযাত্রী এসএ টিভি: আওয়ামী দালাল ও নারী লোভীদের আখড়া চবির ৫ম সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন ফেসবুক-ইউটিউবসহ আ. লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

তিতাসে অসহায় সুফিয়াকে ঘর নির্মাণ করে দিচ্ছেন যুবলীগ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৬ বার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ও কুমিল্লা-২ সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এমপি’র পরামর্শক্রমে তিতাস উপজেলার রাজাপুর গ্রামের অসহায় সুফিয়াকে ঘর নির্মাণ করে দিচ্ছেন কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা যুবলীগ। কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু ও তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ উদ্যোগে ঘরটি নির্মাণ করা হচ্ছে। টিনশেড এ বিল্ডিংটি নির্মাণে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হবে বলে জানা গেছে।

শনিবার সকালে ঘরটি নির্মাণ কাজ পরিদর্শনে যান কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু ও তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদসহ যুবলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অসহায় সুফিয়া জানান, আমার ৪ ছেলে মেয়ে তার মধ্যে ২ ছেলে ও ২ মেয়ে তারা সবাই প্রতিবন্ধী এবং আমার বৃদ্ধ স্বামী অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে ঘরে বসা। আয় রোজকার করার মতো কোন লোক নাই, অভাবের সংসার চলছে কোনমতে। ভাংগা চুরা ঘর নির্মাণ করে ছেলে মেয়েদের নিয়ে এতদিন বসবাস করে করছেন। অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন। এমন অবস্থায় অসহায় সুফিয়া ও এলাকাবাসীর আবদারে একটি টিনশেড বিল্ডিং করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সে প্রতিশ্রুতি মোতাবেক ঘরটির নির্মাণ কাজ শুরু করেন কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা যুবলীগ।

এদিকে ঘরটি পেয়ে সুফিয়া আবেগে কেঁদে ফেলেন এবং সাহয্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য যুবলীগকে কৃতজ্ঞতা জানান।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে নিবেদিতভাবে কাজ করার চেষ্টা করছি। কুমিল্লা উত্তর জেলা যুবলীগ সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করে যাচ্ছে।

তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র ও গৃহহীনদের গৃহনির্মাণ করে দিচ্ছেন। আমরাও কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা যুবলীগ সরকারের পাশাপাশি নিজেদের সামর্থমতো গৃহহীনদের ঘর নির্মাণ করে দিতে চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net