জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফুলি রেজিমেন্ট এর ১৫ বিএনসিসি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার হাটহাজারী সরকারি কলেজ প্লাটুন
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাটহাজারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুল মোহাম্মদ কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচী উদ্বোধন করেন। ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট মেজর মো. শরীফুজ্জামান, প্লাটুন কমান্ডার (মহিলা) পিইউও মৌসুমি বিশ্বাস এবং প্লাটুন কমান্ডার (পুরুষ) পিইউও মো. আবু তালেবও এতে অংশ নেন।
সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মো. বশির আল হেলাল, সার্জেন্ট মো. ইব্রাহিম আলী, কর্পোরাল মো. মনির হোসেন, ক্যাডেট সার্জেন্ট রবিউল হোসেন, মো. রাকিব, আকিবুল হাসান প্রমুখ এতে অংশ নিয়েছেন।
অধ্যক্ষ গুল মোহাম্মদ বলেন- বিএনসিসি’র ক্যাডেটরা সবসময় বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকে। দেশ সেবা, চরিত্র গঠন, সুশৃঙ্খল জীবনযাপন সর্বোপরি নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তাছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য বিএনসিসি’র সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।