1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় হত্যা চেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তার না করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম  ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি পুলিশকে আরও মানবিক হওয়ার আহবান জেলা প্রশাসক রাজশাহীর ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের নাককাটি ঠাকুরের পুকুরে বিয়ের আগে ভিড় বাড়ে মানুষের সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতায় সাইবার ইউজার দলের মানববন্ধন “চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ কর্মী থেকে বীমা খাতের অনন্য উচ্চতায় কজিম উদ্দিন

আশুলিয়ায় হত্যা চেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তার না করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৪৭ বার

আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরের মুন্সি মার্কেটে আলমদিনা সেনেটারী ব্যাবসায়ী রফিকুল ইসলাম হত্যা চেষ্টা মামলার তিন নাম্বার আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তারা। হুমকি দিচ্ছেন রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের মামলা প্রত্যাহারের জন্য।

পুলিশ বলছে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়ায় তিন নাম্বার আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।

তবে আইনজীবী বলছেন এজাহার ভুক্ত আসামিদের যে ধারায় মামলা নেওয়া প্রয়োজন ছিলো সে ধারায় মামলা নেওয়া হয়নি বিধায় আসামিরা আবারও হত্যা চেষ্টার হুমকি দিয়ে যাচ্ছে । পুলিশ এ মামলায় দীর্ঘ ২১দিন অতিবাহিত হওয়ার পরেও মামলার চার্জশিট দেয়নি যেটি রহস্য জনক।

মামলা সূত্রে জানা গেছে, ৪অক্টোবর রফিকুল ইসলাম প্রতিদিনের নেয় তার আল মদিনা সেনেটারী ব্যাবসা প্রতিস্ঠানে বসে ছিলেন হঠাৎ দুপুর বেলা মার্কেটের সব ব্যাবসায়ী দুপুরের খাবার ও নামাজে যাওয়ার সুযোগে সোহেল রানা গংরা দোকানে ঢুকে মাথায় কোপ দিয়ে ফেলিয়ে ক্যাসে থাকা দু’লাখ বিশ হাজার টাকা লুট করে চলে যায়। পরে আহত রফিকুলকে স্হানীয়রা হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল ও মামলা সুত্রে জানা যায় তার মাথায় এমন পরিমান ধারালো অস্ত্রের কোপে ১১টি শেলাই দিতে হয়েছে।

ঘটনার পরদিন ভিক্টিমের মেয়ে জামাই মাসুদ রানা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

মামলার পরের দিন পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার না করে তিনজন আসামী একসঙ্গে থাকার পরেও অদৃশ্য কারন ছাড়াই তিন নাম্বার আসামীকে গ্রেপ্তার করায় এলাকায় চান্চল্যের সৃস্টির অভিযোগ উঠেছে বলে জানা গেছে।

ভিক্টিম রফিকুল ইসলাম বলেন, ‘আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের ধরছেন না। পুলিশ প্রধান আসামিকে না ধরায় তারা আমাকে ও আমার পরিবারকে মামলা উঠিয়ে নেয়ার জন্য ভয় দেখাচ্ছে। মামলা উঠিয়ে না নিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছেন আসামিরা। এ অবস্থায় আমি বাড়ী থেকে বের হতেও ভয় পাচ্ছি।’

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর, মো. ইউনুস বলেন, ‘মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে । একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকী আসামিদের ধরতে চেস্টা চলছে। আগামী দু’একদিনের মর্ধ্যে চার্জশিট দিয়ে তবেই তাদের গ্রেপ্তার করা হবে।’

বাদীর আইনজীবী বলেন, ‘মামলা হবার পর পুলিশের প্রথম দায়িত্ব আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা। এর পর পুলিশ মামলার চার্জশিটে উল্লেখ করতে পারবে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য বা মিথ্যে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net