অদ্য ২১/১১/২০২১খ্রিঃ তারিখ (রবিবার) রাত আনুমানিক ০৮:০০ ঘটিকার সময় পেকুয়া থানা পুলিশের একটি চৌকষ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে পেকুয়া থানাধীন চৌমুহনী মোড়, মসজিদ মার্কেট এলাকা হতে গ্রেফতারকৃত আসামী ০১/মোঃ মিজানুর রহমান (২১), পিতা-জয়নাল আবেদিন, সাং -পাহাড়িয়াখালী, (২ নং ওয়ার্ড), বারবাকিয়া, ০২/মোঃ মোর্শেদ (২০), পিতা-আবুল বশর, সাং-কাচারিমোড়া, (১নং ওয়ার্ড), শিলখালী, উভয় থানা- পেকুয়া, জেলা-কক্সবাজারদ্বয়ের হেফাজত হতে ০১ (এক) টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।