তাজরিন হত্যাকান্ডের ৯ বছর, নিহত শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ প্রদান,আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ চিকিৎসা ও পুনর্বাসন এবং তাজরিন মালিকের শাস্তির দাবিতে ২৪ নভেম্বর সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ এস কে আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সহ-সভাপতি মোঃ বাবু,মোঃ বেলাল হোসেন,সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ,সহ-সাধারণ সম্পাদক মোঃ সাগর, মোঃ সোহেল হক,অর্থ সম্পাদক মোঃ আমির খসরু,সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক সুমন, প্রচার সম্পাদক আব্দুল জলিল ভূইয়া,দপ্তর সম্পাদক কে এম শহিদুল্লাহ, নারী বিষয়ক সম্পাদক মোসাঃ লুৎফর নাহার সোনিয়,যুব বিষয়ক সম্পাদক মোঃ দুলাল হোসেন রনি, সদস্য মোঃ হারুন অর রশিদ, মোঃ শাহনেওয়াজ চৌধুরী, মোঃ নুরুল অাফসার, মোঃ সাদেকুর রহমান, প্রমুখ।