1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্ব ডায়াবেটিস দিবসে নারী শিশু স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস চিকিৎসা সেবা চালু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টাকে সিইসি ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস

বিশ্ব ডায়াবেটিস দিবসে নারী শিশু স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস চিকিৎসা সেবা চালু

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩০১ বার

সাভারের আশুলিয়ায় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে পাওয়া যাবে ডায়েবেটিস নির্ণয় ও চিকিৎসা সেবা বিশ্ব ডায়েবেটিস দিবস উপলক্ষ্যে সাভারের আশুলিয়ায় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সেখানে সাধারণ মানুষকে ডায়েবেটিস নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করছে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডায়েবেটিস ও হরমোন রোগ বিভাগ।

রোববার (১৪ নভেম্বর) আশুলিয়ার জামগড়া সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এ আয়োজন করে।

বিশ্ব ডায়াবেটিস দিবসের অংশ হিসেবে কর্তৃপক্ষ বলেন, ‘ডায়েবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষার সেবা দিতে একটি পদযাত্রা করা হয়। পরে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে একটি স্বাস্থ্য সেবা বুথের মাধ্যমে সামাজিক নিরাপত্তা রেখে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডায়েবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা: এ হাসনাত শাহিন ও নার্সের সহায়তায় রোগিদের ডায়েবেটিস নির্ণয় ও চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডায়েবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা: এ হাসনাত শাহিন বলেন, বর্তমানে বিশ্বে সবোর্চ্চ যে কয়টি ডায়াবেটিস আক্রান্ত দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশ ১০ম অবস্থানে। প্রায় প্রতেকের ঘরেই ডায়াবেটিস আক্রান্ত রয়েছে। অনেকেই জানেই না তাদের ডায়েবেটিস রয়েছে।

দৈনন্দিন খাদ্যভ্যাস পরিবর্তনের কারণেই ডায়েবেটিস হয়। আমাদের ডায়াবেটিস রোগীদের যত্ন নিবো। ডায়েবেটিস রোগ নির্ণয় করবো ও যাদের ডায়েবেটিস চিহ্নিত হবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা: দবির উদ্দিন আহমেদ বলেন, আজ ডায়েবেটিস দিবসে আমাদের এ আয়োজনের একটাই লক্ষ্য সাবাই যেনো ডায়েবেটিস রোগ মুক্ত থাকে।
আমাদের এই প্রতিষ্ঠানটি দাতা সংস্থার মত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই শিল্পাঞ্চলে। সারাদিন ব্যাপী ডায়েবেটিস বিশেষজ্ঞ দিয়ে আমাদের এখানে বিনামূল্যে ডায়েবেটিস রোগ নির্ণয় করা হচ্ছে এবং রোগিদের জন্য চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

পদযাত্রায় ছিলেন- নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডিরেক্টর অপারেশন ও ডেপুটি ম্যানেজার হসপিটাল অপারেশন হারুনুর রশিদসহ স্বাস্থ্য কেন্দ্রের কমকর্তা ও কর্মচারী প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net