চট্টগ্রামের রাউজান ইউপি নির্বাচন উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা মনেনায়ন পত্র জমা প্রদান। রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ে রাউজান উপজেলা পরিষদ ভবনের মাঠে চেযারম্যান ও ইউপি পদে, মহিলা মেম্বার প্রার্থীরা জমায়েত হয়।পরে ১৪টি ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান পদে ১৪জন প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র জমা দেয়। একইভাবে ১শত ২৬টি সাধারন ওয়ার্ডে মেম্বার পদে ১শত ২৬ জন মেম্বার প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়। ১৪টি ইউনিয়নে ৪২টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৪২ জন মহিলা মেম্বার প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেয় । রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা বলেন, রাউজানের ১৪টি ইউনিয়নে ১৪ জন আওয়ামীগ লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ও ১শত ২৬ টি সাধারন ওয়ার্ডে ১শত ২৬ জন মেম্বার প্রার্থী ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ৪২ জন মহিলা মেম্বার প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রাউজানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ব্যতিত কোন বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়নি। আগামী ৪ নভেম্বর চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই- বাছাই করা হবে। আগামী ২৮ নভেম্বর ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে, নির্বাচন অনুষ্টিত হবে। রাউজানের ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার, মহিলা মেম্বার পদে একাধিক প্রার্থী না হলে বিনা প্রতিদ্বন্দ্বিতা ১৪টি ইউনিয়নে আওয়ামী দলীয় চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীরা নির্বাচিত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে ।