খাগড়াছড়ি জেলার রামগড়ে আর্থ সামাজিক, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর আওতায় ৪৩ বিজিবি’র উদ্যোগে জোন এলাকার ৫টি প্রতিষ্ঠান ও ৬০জন অসচ্ছল, গরীব অসহায় পরিবারগুলোর মাঝে নগদ অর্থ, ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ করা হয়।
রবিবার সকালে বিজিবির সদর দপ্তরে রামগড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত অসহায় ৬০ টি পরিবার ও ৫টি প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থ হিসেবে ২লক্ষ ৫৩ হাজার ১শত ১০ টাকা এবং ১টি সেলাই মেশিন ও ঘর নির্মাণের জন্য ঢেউটিন সামগ্রী বিতরণ করেন ৪৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আনোয়ারুল মায্হার। এসময় তিনি মহামারি করোনা ভাইরাস নির্মূলে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।
নগদ অর্থ বিতরণকালে বিজিবির পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।