রাঙামাটি জেলা রাজস্থলীতে পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
১২ তারিখ রাজস্থলী উপজেলা পরিষদে টাউন হল রুমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেনঃ
জনাব উবাচ মারমা, চেয়ারম্যান, রাজস্থলী উপজেলা পরিষদ জনাব শান্তনু কুমার দাশ, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা
অংনুচিং মারমা, ভাইস চেয়ারম্যান, রাজস্থলী উপজেলা পরিষদ. রাজস্থলী থানা ওসি জনাব মফজল আহমদ খান,সহ গণমাধ্যম কর্মীবৃন্দ ।
এ বছর দিবসটির প্রতিপাদ্য, “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ।”
ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উপলক্ষে পালনকৃত কর্মসূচীঃ
৭ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
সকাল ১০ঃ৩০ মিনিটে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বাসস্ট্যান্ড অতিক্রম করে উপজেলা পরিষদে আলোচনা সভায় মিলিত হয়।
আজ ১১০০ ঘটিকায় উপজেলা গণমিলনায়তনে ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আগামী ১৬ ডিসেম্বর ২০২১ তারিখে উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে বলে জানা যায়।
সারাদেশব্যাপী পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,দেশে প্রযুক্তির যথাযথ প্রশিক্ষণ এবং প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে ।