1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৩২ বার

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় মোঃ আমানুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর একটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা-বরমী আঞ্চলিক সড়কের টেপিরবাড়ি গ্রামের চায়না বাংলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ আমানুল্লাহ ওই এলাকার সাদেক হোসেনের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার নূরানী শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সড়কের পাশেই বাড়ি হওয়ায় দুপুরের দিকে আমানুল্লাহ রাস্তার পাশের নজরুলের দোকান থেকে পাউ রুটি কিনে রাস্তা দিয়ে হাঁটতে ছিল।এসময় জাহাঙ্গীর আলম কর্তৃক চালিত একটি বেপরোয়া গতির অটোরিকশা তার ওপর উঠিয়ে দেয়। এতে আমানুল্লাহর মাথার ওপর দিয়ে চাকা গেলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমের বাড়ি একই ইউনিয়নের সাইটালিয়া গ্রামে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে। অটোরিকশা জব্দ করা হয়েছে। শিশুটির পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net