মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,৩ নং চিকদাইর ইউনিয়ন শাখা-২এর আওতাধীন ৬নং ওয়ার্ড শাখার উদ্দ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ,ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)”র ৯৩ তম খোশরোজ শরীফ উপলক্ষে আজিমুশশান মাইজভান্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ ডিসেম্বর বুধবার বাদে এশা চিকদাইর শাহাদাত ফজল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন চিকদাইর আলীম উদ্দিন সওদাগর জামে মসজিদের খতিব আল্লামান ফখরুদ্দিন আল কাদেরী।
উদ্বোধক ছিলেন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রসার ইংরেজ বিভাগের সি.শিক্ষক মোহাম্মদ আবু তাহের, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম বোরহান উদ্দিন,প্রধান বক্তা ছিলেন আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী।
সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক তৌফিকুর ফরিদ মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, হানিফ মেম্বার, মঞ্জুরুল ইসলাম চৌধুরী,নুরুল হক,সালাউদ্দিন, সাদিকুজ্জামান শফি,রোকন উদ্দিন ফারুকী, আবু আক্কাস মানিক,আব্দুল শুক্কুর,মনছুর বাবুর্চি, নাজিম উদ্দিন কালু,জাহেদুল আলম জাহেদ,নুরুন নবী প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। ।