রাউজান পৌরসভার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব মিজানুল হক। গতকাল ৫ ডিসেম্বর সকালে উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করতে আসেন তিনি। জানা যায়, জলবায়ু তহবিলের অর্থায়নে রাউজান পৌরসভার এলাকায় পরিকল্পিত উন্নয়ন পরিকল্পনার উদ্যােগ নিয়েছেন পরিবেশ অধিদপ্তর। তার অংশ হিসেবে সরকারি সফরে আসেন অতিরিক্ত সচিব মিজানুল হক। সকাল ১১ টায় এ সচিবকে রাউজানের প্রবেশ দ্বার রাঙ্গামাটি সড়কের হালদা ব্রিজ এলাকায় ফুল দিয়ে বরণ করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, পৌর কাউন্সিল জানে আলম জনি, যুবলীগ নেতা আবু ছালেক, সাবের হোসেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দীন প্রমুখ। পরে অতিরিক্ত সচিব মিজানুল হক রাউজান পৌরসভা অফিস, উপজেলা পরিষদ ও রাউজান কলেজ পরিদর্শন করেন। পরে মেয়র কার্যালয়ে মেয়র ও সচিবের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে পৌরসভারকে গতিশীল করতে উভয় পক্ষই সম্মত হন। এসময় সচিব পৌরসভার কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু কর্ণার ঘুরে দেখেন এবং নান্দনিকভাবে বঙ্গবন্ধু ছবি সংরক্ষণ সহ দুর্লভ পুস্তক সংরক্ষণ করা পৌর মেয়র জমির উদ্দিন পারভেজকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।