শুধুমাত্র মোবাইল ও ইলেট্রনিক্সের মার্কেট ‘সুপার খালেক সেন্টার’ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে হাটহাজারীতে।
উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে এই প্রথম এমন কোনো মার্কেট নির্মান হচ্ছে, যার একই ছাদের নিচে কম্পিউটার, মোবাইল, ইলেক্ট্রনিক আইটেম সকল পণ্য পাওয়া যাবে।
এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে আজ নির্মানকারী প্রতিষ্ঠান সুপার প্রপার্টিস লিমিটেড। আজ রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে হাটহাজারী বাসস্ট্যান্ডে প্রকল্প চত্বরে সুপার প্রপার্টিস লিমিটেড’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নির্মিতব্য মার্কেট এর নানা সুযোগ সুবিধা বিষয়ে সাংবাদিকদের ব্রিফকালে বলেন- সুপরিসর করিডোর, লিফ্ট, জেনারেটরসহ একটি আধুনিক মার্কেটের সকল সুযোগ-সুবিধা এতে থাকবে।
আবুল কাশেম ফাউন্ডেশনের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন- হাটহাজারীতে আমাদের প্রতিষ্ঠান সুপার প্রপ্রার্টিস কর্তৃক নির্মিত এন জহুর শপিং সেন্টার, এস এ শপিং ইত্যাদি মার্কেটসমূহে ক্রেতারা লাভবান হয়েছেন, আশা করছি এতেও ক্রেতাগণ অধিক লাভবান হবেন।
মহান বিজয়ের মাস উপলক্ষে দোকান ক্রয়ে এখানে বিশেষ ছাড় এবং এককালীন মূল্য পরিশোধে থাকছে বিশাল ছাড়। দোকান সম্পর্কে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন- 01867 630 118 অথবা 01750 120 135 এই নাম্বারে।