কক্সবাজারের ঈদগাঁও উপজেলাধীন জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাক জমিরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠণ সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ সেলিম উল্লাহ।
এতে উপস্থিত সদস্যদের মতামতের আলোকে ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি এস. এম.তারিকুল হাসানকে সভাপতি, নুরুল আবছারকে সহ-সভাপতি, প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
অন্যান্য পদে মনোনীতরা হলেন আজিজ উদ্দিন দাতা সদস্য, জয়নাল আবেদীন বিদোৎসাহী সদস্য এবং আয়েশা ছিদ্দিকা বিদোৎসাহী সদস্যা।
ইউপি সদস্য হিসেবে মোঃ সেলিম উল্লাহ, অভিভাবক সদস্য / সদস্যা হিসেবে মোস্তাক আহমদ এবং ফারহানা ইয়াছমিন ও হোসনে আরা বেগমকে শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ঠ সকলকে একযোগে কাজ করার আহবান জানান।