1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভেদরগঞ্জ উপজেলায় ১২ ইউনিয়নে চতুর্থ ধাপে নির্বাচন ২৬ ডিসেম্বর। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে আত্মীয়র বাড়িতে লাহিড়ীহাটে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় ১ মোটরসাইকেল চলকের মৃত্যু ! ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন ! ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ ! ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি ! সৈয়দপুরে শিল্পপতির নির্মাণ কাজে বাধা, মালামাল লুট ও অপপ্রচারের অভিযোগ রাজশাহীতে ২৬৫ গ্রাম মাদকসহ আটক -১ উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম  ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

ভেদরগঞ্জ উপজেলায় ১২ ইউনিয়নে চতুর্থ ধাপে নির্বাচন ২৬ ডিসেম্বর।

শরীয়তপুর থেকে মো হুমায়ুন কবির।
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩১৩ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের নির্বাচনে দলীয় প্রতীক বিহীন চেয়ারম্যান পদে সকলেই স্বতন্ত্র প্রার্থী। ১২ ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৫০ জন। শরীয়তপুর জেলায় এর আগেও গোসাইরহাট উপজেলায় দলীয় প্রতীক বিহীন গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর চতুর্থ ধাপের নির্বাচন হবে ভেদরগঞ্জ ও ডামুড্যা উপজেলায়।
ভেদরগঞ্জ উপজেলা ১২ ইউনিয়ন গুলো হচ্ছে ১। সখিপুর ইউনিয়ন ২। ডি এম খালী ইউনিয়ন ৩। চরভাগা ইউনিয়ন ৪। চরকুমারীয়া ইউনিয়ন ৫। আরশিনগর ইউনিয়ন ৬। চর সেনসাস ইউনিয়ন ৭। উত্তর তারাবুনিয়া ইউনিয়ন ৮। দক্ষিন তারাবুনিয়া ইউনিয়ন ৯। মহিষার ইউনিয়ন ১০। ছয়গাঁও ইউনিয়ন ১১। রামভদ্রপুর ইউনিয়ন ১২। নারায়নপুর ইউনিয়ন।

এই ১২ ইউনিয়নে সবাই আওয়ামিলীগ পরিবারের প্রতিটি ইউনিয়নে একাধিক হেভিওয়েট প্রার্থী সাথে আছে ইসলামি আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী যারা হাত পাখা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। ১২ ইউনিয়নের মধ্যে আরশিনগর ইউনিয়নে বিএনপি সমর্থিত একজন প্রার্থী এস এম জাকির হোসেন সরদার আছেন যদিও তিনি বর্তমানে বিএনপির কোনো পদে নেই। তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে মাঠে আছেন। তবে তার বক্তব্য আইনশৃঙ্খলা বাহিনী তাকে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করছে।

ভেদরগঞ্জ উপজেলা ১২ ইউনিয়নে মূল প্রতিদ্বন্দ্বী হবে আওয়ামিলীগ বনাম আওয়ামিলীগ স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। তবে সুষ্ঠু নির্বাচন হলে অনেক হেভিওয়েট প্রার্থীদের এবার চেয়ারম্যান পদ হারানোর সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উল্লেখ যোগ্য ইউনিয়ন গুলো হচ্ছে চরকুমারীয়া, চরভাগা, ডিএমখালী ও দক্ষিন তারাবুনিয়া। এই ইউনিয়ন গুলোতে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এখানে কিছু প্রার্থীদের পক্ষে পরোক্ষভাবে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দেয়া হয় যা অন্যান্য প্রার্থীদের জন্য সমস্যা দেখা দিয়াছে। জনগণের প্রশ্ন যেহেতু নির্বাচন উম্মুক্ত তাহলে নেতারা এমন আচরণ করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কিছু কিছু এলাকায় ইনডাইরেক্ট হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। জনগনের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে এটাই জনগণের চাওয়া। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সভাপতি যদি প্রচার প্রচারণায় থাকে তাহলে অন্য যারা আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী তারা বিব্রত হয়। অন্যান্য প্রার্থীরাও আওয়ামী পরিবারের সদস্য। দলীয় প্রতীক বিহীন নির্বাচনে জনগন মনে করে এখানে নেতাদের হস্তক্ষেপ না করাই উত্তম। নির্বাচনি এলাকা জুড়ে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা কাজ। রাত দিন প্রার্থীরা ছুটছে ভোটারদের নিকট। তারা নতুন নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এখন গ্রামে প্রচুর ঠান্ডা আবহাওয়া বইছে তাতে প্রার্থীদের প্রচার প্রচারণা সমস্যা হচ্ছে না। ২৬ ডিসেম্বর ভোটের সময় ঠান্ডা (শীত) আরো বাড়বে বলে জানিয়েছে এলাকাবাসী। তার পরও জনগণের প্রত্যাশা তাদের ভোট দানে যেনো কোনো বাধা না আশে তারা ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি বাছাই করবে। উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য হচ্ছে আমরা ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত করবো। কেউ কোনো রকম পরিবেশে নষ্ট করার চেষ্টা করলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। ভোটার এবং প্রার্থীরাও আশাবাদী শান্তিপূর্ণ নির্বাচন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net