1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহানবী স. এর হিজরতের পথটি অবশেষে আবিষ্কার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪ সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু ৫ আগস্ট সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক তারেক – ইউনুস আলোচনার পর মানুষের মাঝে স্বস্তি ফিরিলেও কয়েকটি দল এটিকে ভালো ভাবে মেনে নিতে পারছেনা— আমিনুল হক  গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত : বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম

মহানবী স. এর হিজরতের পথটি অবশেষে আবিষ্কার

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৫০৩ বার

মহানবী হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত করার পথটি অবশেষে আবিস্কার করা হয়েছে।

‘রিহলাত মুহাজির’ (একটি অভিবাসী যাত্রা) এর সংগঠকরা ঘোষণা করেছেন যে নবীর হিজরতের পথ নথিভুক্ত করার উদ্যোগের প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। নবীর জীবনী বিশেষজ্ঞ এবং গবেষকদের একটি দল কাজ করছেন মক্কায় জাবাল ছূর সাংস্কৃতিক কেন্দ্র। পর্যটকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ ও বিস্তৃত করতে এতে কাজ করছে জাতীয় জাদুঘর, প্রদর্শনী এবং ক্রিয়াকলাপসহ সাংস্কৃতিক প্রকল্পগুলিতে বিশেষীকরণকারী একটি সংস্থা সাময়া ইনভেস্টমেন্ট। সামায় সিইও ফাওয়াজ আল-মেরহেজ বলেন- ‘মুহাজির’ উদ্যোগটি বায়বীয় ডকুমেন্টেশন এবং প্যানোরামিক ফটোগ্রাফি ৩৬০-এ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নবীর দেশত্যাগের পথকে নথিভুক্ত করছে।

তিনি বলেন- যে প্রথম ধাপে, যা গত বছরের ২০ ডিসেম্বর চালু করা হয়েছিলো, দলটি মক্কার থাওর পর্বতের গুহা থাওর থেকে শুরু করে ৪০টি স্টেশনের মধ্য দিয়ে গিয়ে নবীর হিজরতের পথে উদ্ধৃত সমস্ত অবস্থানের সন্ধান করেছিল। যা মদীনার কুবা মসজিদে যাওয়ার পথ পর্যন্ত।
তিনি বলেন- জাবালে থাওর সাংস্কৃতিক কেন্দ্রে নবীর হিজরতের কাহিনী কীভাবে উপস্থাপন করা যায় তা বিবেচনা করার সময় রুটটি নথিভুক্ত করার ধারণাটি আসে। পথের ডকুমেন্টেশন মূলত প্যানোরামিক ফটোগ্রাফি ৩৬০ ডিগ্রি দ্বারা করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে অবস্থানের উপর ভিত্তি করে ৪কে ড্রোন ব্যবহার করে নবীর মাইগ্রেশন ডিজিটালভাবে নথিভুক্ত করা হয়। তিনি আরো বলেন- তারা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলো, যা ছিলো এবড়োখেবড়ো রাস্তা এবং কিছু ঐতিহাসিক স্থানের নাম সময়ের সাথে সাথে পরিবর্তিত করা হয়েছে।

মক্কার উম্ম আল-কুরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ইসলামিক সভ্যতা বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিন সামিল আল-সালামি এবং অধ্যাপক সাদ বিন মুসা আল-মুসা সহ ইসলামি ইতিহাস এবং নবীর জীবনীতে বিশেষ কিছু জ্ঞানী এই তদন্তে সহায়তা করেছেন। এছাড়া রিয়াদের ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের অধ্যাপক সুলাইমান বিন আবদুল্লাহ আল-সুওয়াইকেত এবং অধ্যাপক আবদুল আজিজ বিন ইব্রাহিম আল-ওমারি, যারা এটলাস বায়োগ্রাফির বৈজ্ঞানিক কমিটিরও সদস্য তারা। মদিনার ল্যান্ডমার্ক এবং নবীর জীবনীতে বিশেষত্ব এই কাজে, প্রকল্পের কিছু পর্যায়েও তারা অংশ নিয়েছিলেন।
তথ্য সহায়তা- ইয়াসিন আহমদ রুকন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net