1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটি রাজস্থলী উপজেলা শাখা উদ্যােগে বর্ধিত সভা অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারি নিয়োগে অপেক্ষমাণ তালিকা বাধ্যতামূলক করে পরিপত্র জারি পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তা বদলি জামায়াত আমিরকে দেখতে বাসায় গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বরিশালের মুলাদীতে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন স্বরূপে ফিরছে ‘সাদাপাথর’, ফিরছেন পর্যটকরা তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান নবীগঞ্জ রাধাপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ, “হাজী কমর উদ্দিন সৃতি পাঠাগার” উদ্বোধন শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক- সালাহউদ্দিন আহমেদ ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের উদ্দোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে ‘দখলের’ : মির্জা ফখরুল

শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটি রাজস্থলী উপজেলা শাখা উদ্যােগে বর্ধিত সভা অনুষ্ঠিত।

চাইথোয়াইমং মারমা রাজস্থলী( রাঙামাটি) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২৬৮ বার

রাঙামাটি জেলা শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটি রাজস্থলী উপজেলা শাখা উদ্যােগের এক বর্ধিত সভা ৬ তারিখ সকালে বাঙালহালিয়া রুপম দক্ত বেল্ডিং অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সভাতে প্রধান অতিথি কোর্অডিনেটর মোঃ রেজাউল আলম সভাপতিত্বে আসন গ্রহণ মোঃ আওয়াল মাস্টার, মূল প্রধান বক্তা ডাঃ বিকে বড়ুয়া সহ কোঅর্ডিনেটর শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা সোসাইটি রাজস্থলী শাখা, এর পর সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক চাইথোয়াইমং মারমা শিক্ষা শ্রম বনও পরিবেশ রক্ষা সোসাইটি রাজস্থলী শাখা। আরো উপস্থিত ছিলেন, মনিটরিং শিবু মল্লিক, সহ মনিটরিং দিলীপ দাশ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু কান্তি নাথ নাথ,বাংলা নিউজ টিভি বিশেষ প্রতিনিধি মোঃ সুমন, পিসি মোঃ রা জ্জাকসহ নিবার্হী কমিটি সদস্য সদস্যা রা উপস্থিত ছিলেন।

সভা শুরুতে সকলকে সাধারণ সম্পাদক চাইথোয়াইমং মারমা সঞ্চালনায় সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কারণ এ সামাজিক সংগঠন হচ্ছে ৪ টি মূল বিষয় শিক্ষা শ্রম বন ও পরিবেশ রক্ষা নিয়ে কাজ করে যাবে আগামীতে। এখানে সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে এক যুগে চার পাশে বন ও পরিবেশ রক্ষা করতে সকলে এগিয়ে আসতে হবে। এর পর প্রধান কোঅর্ডিনেটর রেজাউল মাষ্টার বলেন,একতা বল একতা শক্তি আমরা এই কমিটিকে শক্তি গড়ে তুলতে চাই। তাই আমরা একে অপরে সহনশীলতা কাঁধে -কাধ মিলে সংগঠন কে সামনে দিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য উদেশ্য বাস্তবয়ন ও পূরণ করা। এখানে কিছু কুচক্রী মহল রা আমাদের সংগঠন বদনাম করে বিভিন্ন সমাজে ছড়িয়ে দিতে দেখা যায়,কারণ সমাজে যেকোন ভালো কাজে বাঁধা বিপত্তি থাকে সেটা মোকাবেলা কাটিয়ে উঠে সামনে দিকে অগ্রসর হওয়া যার যার নিজ সাহসিক রেখে কাজ করব।

এখানে কোন ভয়ভীতি না থাকা ভালো। আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অফিস হতে এলাকায় উন্নয়ন জন্য অনুদান সাহায্যে সহযোগিতা পাওয়ার জন্য কমিটি পক্ষে আবেদন করব। এ সংগঠন সারাদেশের ছড়িয়েছে শুধু রাঙামাটি জেলা বিভিন্ন উপজেলা জন্য নতুন মূখ হিসাবে পরিচিত। পর্যায়ক্রমে এ সামাজিক সংগঠন মূল কার্য্যক্রম আনাকে কানাচে সচেতনতা বৃদ্ধি পাব বলে আমি বিশ্বাস করি। আসুন সকলে মিলে এই চারটি মূল শিক্ষা শ্রম বনও পরিবেশ রক্ষার্থে অনিয়ম প্রতিরোধ বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সভাপতিত্ব মোঃ আওয়াল মাস্টার সকলকে ধন্যবাদ জ্ঞাপন মধ্যে দিয়ে বর্ধিত সভা সমাপ্তি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net