1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে মুহুরী প্রজেক্ট বেঁড়ি বাঁধের পাশ কেটে মাটি বিক্রি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে এদেশের মানুষের চিম্তারও পরিবর্তন হয়েছে: শিবির সভাপতি জাহিদুর রহমান অনুমোদনহীন সাঙ্গু ট্রমা হাসপাতালে উপজেলা প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা ঈদগাঁওয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় ২৪শের শহীদ সুমনের নামে রাস্তার উদ্বোধন করলেন জামায়াতের প্রার্থী এম বি বাকের ১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ জসিম সভাপতি, মুফিজ সাধারণ সম্পাদক, মোবারক সাঈদ সাংগঠনিক সম্পাদক ঈদগাঁও উপজেলা ক্রিকেটার্স ফোরাম গঠিত নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ‘গলা কেটে হত্যা’ ব্ল্যাক টি, জাফরান, দাবার বোর্ডসহ পুতিনকে মোদির যত উপহার ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের (FHSCPF) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

মীরসরাইয়ে মুহুরী প্রজেক্ট বেঁড়ি বাঁধের পাশ কেটে মাটি বিক্রি

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) থেকে:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৬০ বার

মীরসরাইয়ে মুহুরী প্রজেক্ট বেঁড়ি বাঁধের পাশ কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এতে আগামী বর্ষা মৌসুমে বাঁধটি হুমকীর মুখে পড়বে। মাটি বিক্রির খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শক করেছেন। পরে এই ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা করছে চাইলে থানার ওসি মামলা না নিয়ে বিষয়টি নিয়ে সাধারন ডায়েরী করেছেন করে অভিযোগ ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ নুরন্নবী।

জানা গেছে, মুহুরী প্রজেক্ট বাজার থেকে সাড়ে তিন কিলোমিটার বেঁড়ি বাঁধটি পশ্চিম দিকে ফেনীর নদীর উপর থাকা ৪০ দরজা সুইচ গেইট পর্যন্ত চলে যায়। বাঁধটি বর্তমানে মুহুরী প্রজেক্ট সড়ক হিসেবে ব্যবহার হয়ে আসছে। মুহুরী প্রজেক্ট বাজার থেকে প্রায় আধা কিলোমিটার সামনে সড়কের উত্তর পাশে বাঁধের গোড়া কেটে গত কয়েকদিন ধরে মাটি বিক্রি করে দিচ্ছে স্থানীয় মোঃ পারভেজ, মোঃ রিয়াদ, মোঃফরহাদ।

সোমবার (২৮মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের পাশের এক’শ ফুট দৈর্ঘ্য ও ৩০ফুট প্রস্ত পর্যন্ত মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। মাটি নেওয়া জন্য ট্রাক তুলতে বাঁধের পাশে দেওয়া ৪টি নিরাপত্তা পিলারও ভেঙ্গে ফেলা হয়েছে। সংবাদ কর্মীরা আসছে খবর পেয়ে মাটি কাটার স্থান থেকে স্কেভেটর ও ট্রাক সরিয়ে নিয়েছে মাটি কাটার দায়িত্বে থাকা লোকজন।

মো.ফরহাদ অভিযোগ সম্পর্কে বলেন, প্রজেক্ট এলাকা বাঁধের উপর দিয়ে দিঘীতে পানি দেওয়া নিয়ে সুইচ গেইট এলাকার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সাথে আমাদের বাকবিতন্ডা হয়। কিন্তু মাটি কাটার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো নুরন্নবী জানান, বাঁধের গোড়া থেকে মাটি কেটে নেওয়ার খবর পেয়ে আমাদের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর আমাদের সহকারী উপ প্রকৌশলী মোঃ মানিক মিয়া বাদি অভিযুক্তদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু থানার ওসি অভিযোগটি মামলা হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরী করে রাখেন। তিনি জানান, বাঁধের পাশ থেকে মাটি কেটে নেওয়ার ফলে আগামী বর্ষা মৌসুমে বাঁধটি ক্ষতির সম্মুখীন হবে।

জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, পানি উন্নয়ন বোর্ড প্রজেক্ট এলাকার বেঁড়ি বাঁধের পাশ থেকে মাটি কাটার বিষয়ে একটি সাধারন ডায়েরী করেছে। ডায়েরিটি তদন্ত করে মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, বাঁধের পাশ থেকে মাটি কেটে নেওয়ায় বাঁধটি ক্ষতিগ্রস্থ হওয়ার ঝুঁকি বেড়েছে। যারা এ মাটি কাটার সাথে জড়িত তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net