পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে পটুয়াখালী জেলা যুবলীগের নব-নির্বাচিত সভাপতি এ্যাডভোকেট শহীদুল ইসলাম শহীদ ও সাধারন সম্পাদক সৈয়দ সোহেলসহ কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত পটুয়াখালী জেলা যুবলীগের নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার সন্ধায় উপজেলার মৌডুবী ইউনিয়নের মৌডুবী বাজারে মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা ও মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, মৌডুবী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি ফরহাদ হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুদ্দিন মিঠু, নুরজামাল মুন্সি, মোকসেদুল, কে এম হিথ, সুজন দালাল, শিপন, রেজাউল হাওলাদার শাকিল মৃধা, রিপন, সুমন মিয়া, রাকিব দালাল রুবেল দালান, এনামুল ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংঘটন ।