সংযুক্ত আরব আমিরাতে রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ওই প্রবাসীর নাম আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন (৫০)। গত রোববার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে আমিরাতে রাস আল খাইমাহ এলাকার সেলপাম্প ব্যাডমিন্টন টুর্নামেন্ট নামক খেলার স্থানে সে মারা যায়।সে চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাজী আশরাফ মঞ্জিলের মরহুম আহমদ হোসেনের তৃতীয় পুত্র।মৃত সেলিমের ছোট ভাই প্রবাসী মোহাম্মদ সরোয়ার উদ্দিন জানান, ‘আমার বড় ভাই মোহাম্মদ সেলিম গত রোববার প্রতিদিনের ন্যায় ব্যাডমিন্টন খেলতে যান। খেলার সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান। ওই সময় ঘটনাস্থল থেকে রাস আল খাইমাহর শেখ সাকর নামক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে’। ভাইয়ের লাশ দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে দেশে পাঠানোর প্রস্ততি চলছে বলে জানান সরোয়ার।বিবাহিত জীবনে ৩ মেয়ে ও এক পুত্র সন্তানের জনক ছিলেন সেলিম। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে।