পর্ব ০১ ; ঢাকা জেলার আশুলিয়ায় বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন নামে গড়ে ওঠা অনলাইন নিউজ পোর্টালের কথিত সম্পাদক ও নামধারী সংবাদিক পরিচয়দানকারীর দৌড়াত্বে মূলধারার সাংবাদিকদের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের অভিযোগ, সংবাদিকতায় যাদের ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষন, অভিজ্ঞতা, মিডিয়া তালিকাভুক্ত কিংবা অফিস নেই এমন লোকজন অনেকেই অনলাইন নিউজ পোর্টাল খুলে সাংবাদিকতার নামে করছেন অপসাংবাদিকতা। একটা পোর্টাল খুলেই ওই পোর্টালের নামে আইডি কার্ড তৈরি করেন। এসব কথিত সাংবাদিকরা নিজেরা ফায়দা লুটতে এবং সমাজে ভাল মানুষ সেজে প্রভাব বিস্তার করছে।
জানাগেছে, আশুলিয়া থানার বিভিন্ন পাড়া-মহল্লায় এসব অনলাইন নিউজ পোর্টাল দীর্ঘ দিন যাবৎ কার্ড বানিজ্য করে প্রতারণা ও রাজনৈতিক, সরকারি, বেসরকারি,শিক্ষা প্রতিস্ঠানসহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হলে এসব ভুয়া অপসাংবাদিকগন গার্মেন্স ফ্যাক্টরি বা ঔষধ ব্যাবসা, মোবাইল পার্টস,মোটরপার্টস,ভ্যারাইটিজ দোকানপাট বন্ধ করে অথবা যথ সামান্য বেতনে কর্মচারী রেখে অনুস্ঠানগুলোতে হাজির হওয়ায় পেশাদার গনমার্ধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে বা ছবি,অডিও ভিডিও সংগ্রহ করতে হিমশিম খেতে হয়। অনুস্ঠান/প্রোগ্রাম শেষ হলে অপেশাদার গার্মেন্স কর্মী ও দোকানীরা সাংবাদিক পরিচয় দানকারীর ভিড়ে পেশাদার সাংবাদিকরা হারিয়ে যান,অনেকে আবার চক্ষু লজ্জায় আড়ালে থেকে তথ্য সংগ্রহ করে চলে যান। আশুলিয়ার স্হানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা জোর দাবি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনায় যেনো পেশাদার সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে এবং আর্থিক ক্ষতির হাতথেকে অপ-সাংবাদিকতাকে আশুলিয়া এলাকায় নির্মূল করা হয় সে দাবীও তারা জানান।
ভুক্তভোগিরা বলছেন, বর্তমান সরকারি মিডিয়া তালিকা ভুক্ত না থাকলেও তারা ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কার্ড বানিজ্য করে প্রতারণা করে আসছে। বাস্তবে যার না আছে কোন অফিস না আছে কোন ঠিকানা। এমনকি সম্পাদক ও প্রকাশক চমক উদ্দিন (ছদ্মনাম) ব্যবহার করে আসছে, যার প্রকৃত নাম ও পদ পদবি গার্মেন্টস শ্রমিক ঔষধ বিক্রেতা ভ্যারাইটিজ স্টোর । এছাড়াও ভুয়া ওয়েব সাইড খুলে অনলাইন নিউজ পোর্টাল বানানোর কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আরও জানা যায়, তাদের না আছে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা না আছে সাংবাদিক হওয়ার যোগ্যতা। এসব “ভুয়া” পত্রিকার
কার্ড ব্যাবহার ও নিয়োগ বানিজ্য চালিয়ে এবং গলায় কার্ড ঝুলিয়ে দেদারসে দাপিয়ে বেড়াচ্ছেন সাভার আশুলিয়া ধামরাই ও কাশিমপুর মেট্রোপলিটন থানা এলাকায় । এ ব্যাপারে ভুক্তভোগীরা প্রশাসনের নজরদারির দাবি জানান।
পেশাদার সাংবাদিকগন মনে করেন, যেখানে একটি দৈনিক পত্রিকার অনুমোদন নিতে পোড়াতে হচ্ছে বহু কাঠখড়ি। সেখানে একটি অনলাইন নিউজ পোর্টাল তৈরী করতে মাত্র ২ থেকে ৫ হাজার টাকা বিনিয়োগ করেই বনে যাচ্ছেন সম্পাদক, প্রকাশক কিংবা সাংবাদিক। সাভার আশুলিয়া ধামরাই ও কাশিমপুর মেট্রোপলিটন থানা এলাকার সর্বত্র মটরসাইকেলে প্রেস লিখে মোটরসাইকেলের বহর সাজিয়ে সাংবাদিকের পরিচয় দিয়ে চষে বেড়াচ্ছেন এসব সাংবাদিক প্রশাসনও নিরব ভূমিকা পালন করছেন । নাম সর্বস্ব নিউজ পোর্টালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ সময়ের দাবীতে পরিণত হয়েছে। টাকার বিনিময়ে দেয়া হচ্ছে অনলাইন নিউজ পোর্টালের প্রেসকার্ড। অনেকেই আবার নিজের স্বাক্ষরিত কার্ডে নিজেই সম্পাদক, প্রকাশক, স্টাফ রিপোর্টার কিংবা জেলা ও উপজেলা প্রতিনিধি’র কার্ড ব্যবহার করছেন। এসব অনলাইন পোর্টালের সংবাদ পরিবেশনের কোন বৈধতা দেয়া হয়নি। আবেদন করে বৈধতা প্রাপ্তির পর সংবাদ পরিবেশনের বিধান থাকলেও তারা মানছেনা কিছুই। নিজেরাই কার্ডে স্বাক্ষর করে জেলা এবং উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দিচ্ছেন। যার ফলে এই সমস্ত এলাকার সংবাদিকতায় বাড়ছে কপি পেস্টের ব্যবহার। অপসাংবাদিকতা ও ভূইফোঁড় সাংবাদিকরা মূলধারার সাংবাদিকদের সুনাম ক্ষুন্ন করছে। কিন্তু সাধারণ মানুষ এসব অনলাইন পোর্টালের কথিত সাংবাদিকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার বিষয়গুলো জানা না থাকার কারনে ভুক্তভোগীরা অনেকে এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারছেননা। এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন সরকারীভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের তথ্য ফর্ম সংগ্রহ করে জমা দেওয়ার আদেশ জারীর পর থেকে এবিষয়গুলো এবং বিশেষ করে অপ-সাংবাদিকদের তালিকা আমাদের কাছে ক্রমান্বয়ে আসতেছে আমরা যেকোনো মুহূর্তে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের ব্যাবস্হা করবো বলে তিনি জানিয়েছেন। দ্বিতীয় পর্বে বিস্তারিত আসছে।