গাজীপুর মহানগর কাশিমপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০মার্চ) বিকেলে গাজীপুর মহানগরীর কাশিমপুর মাঠে কাশিমপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে অনুস্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আজমত উল্লাহ খান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আতাউল্লা মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও গাজীপুর সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর মীর আসাদুজ্জামান তুলা৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাতী লীগের গাজীপুর জেলা একাংশের সভাপতি মোঃ নুরুজ্জামান চিশতি বরিয়াবরি,গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম গায়েন প্রমুখ।