প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়ন পরিষদে।
ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম।
বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ হোসাইন জাহেদ এর সভাপতিত্বে এতে সচিব, ইউপি সদস্যগণ এবং এলাকার গণমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।