চকোরিয়া উপজেলাস্থ ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড নয়াপাড়া রাজারবিলের বাসিন্দা দিনমজুর মোঃ মানিকের ৪বছরের পুত্র সন্তান আব্দুল রিয়ানকে বাঁচাতে দ্বারে দ্বারে মা-বাবা। ব্রেইন টিউমারে আক্রান্ত চার বছরের শিশু সন্তান আব্দুল রিয়ানের দিন কাটছে অনিশ্চয়তায়। তার চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন। কিন্তু টাকার অভাবে শিশুর চিকিৎসা করাতে পারছেন না দিনমজুর বাবা। সন্তানের এমন যন্ত্রণা সইতে না পেরে টাকা জোগাড় করতে দ্বারে দ্বারে ঘুরছেন আব্দুল রিয়ানের দরিদ্র মা-বাবা।
ডাক্তার বলছেন, দ্রুত অস্ত্রপচারের মাধ্যমে তার মাথা থেকে টিউমারটি অপারেশন করতে হবে। অপারেশনের জন্য ৩থেকে ৪ লাখ টাকা। এই টাকা জোগাড় করতে না পারলে শিশু আব্দুল রিয়ানের জীবন প্রদীপ অকালে নিভে যেতে পারে সেই আশঙ্কায় দিন কাটছে আব্দুল রিয়ানের পরিবারের।
এ অবস্থায় শিশু সন্তান আব্দুল রিয়ানকে বাঁচাতে সমাজের বিত্তবান ও প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন এই দরিদ্র মা-বাবা।
সহযোগিতা পাঠানোর বিকাশ নাম্বার:
01822134536 ( শিশু আব্দুল রিয়ানের মা)