1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী অঞ্চলে সড়কে দূর্ঘটনা রোধে কার্যকরি ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

হাটহাজারী অঞ্চলে সড়কে দূর্ঘটনা রোধে কার্যকরি ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২০৯ বার

চট্টগ্রামস্থ হাটহাজারী-ফটিকছড়ি সড়কের দূর্ঘটনাসমূহ ও মৃত্যুঝুঁকি রোধে বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবীতে হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।

আজ বুধবার সকাল ১১টায় ‘আমরা হাটহাজারীবাসী’ এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছে নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও হাটহাজারী পৌরসভা সহায়ক কমিটির সদস্য মোহাম্মদ জাফর, ছিপাতলী ইউপি সদস্য জিয়া হায়দার মেম্বার।

মানবাধিকার কমিশন নেতৃদৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক কবি সেলিম উদ্দিন রেজা, সাথি উদয় কুসুম বড়ুয়া, আনোয়ার মেহেদী, সেকান্দর তুহিন, এম আজিজুল হক, ইবরাহিম খলিল সিকদার, মো. হারুন ডিলার, এম জিয়াউদ্দিন, আবুতাহের, মুহাম্মদ মঞ্জুর আলম খোকন প্রমূখ।

আমরা হাটহাজারীবাসী নেতৃবৃন্দের মধ্যে আরিফুর রহমান রাসেল, মুনায়েম আহমেদ সোহান, জিয়াউল হক রিয়াদ, রায়হান উদ্দিন, নুরন্নবী সাকিব প্রমূখ।

উল্লেখ্য, সম্প্রতি হাটহাজারী টু ফটিকছড়ি -খাগড়াছড়ি মহাসড়কে নানা ধরনের দূর্ঘটনায় অন্তত ৫জন নারী-পুরুষের মৃত্যু ঘটেছে। এসবের জন্য নির্মিতব্য সড়কটি থ্রী লেইন হওয়াকে দায়ি করছেন সচেতন মহল। তাদের বক্তব্য হলো- সড়কটি ফোরলেইন হলে ডিভাইডার থাকতো, তবেই যানবাহনের বেপরোয়া চলাচল হতোনা এবং পথচারিদের রাস্তা পারাপারেও একটা শৃঙ্খলা আসতো।
এজন্য বক্তারা উদাহরণ হিসেবে টানছেন অক্সিজেন-হাটহাজারী সড়কটিকে, তারা বলেন- এটি ফোরলেইন হওয়ায় যানবাহন এবং পথচারি পারাপারের একটা নিয়মেই থাকে।

অবিলম্বে তাদের দাবীসমুহ বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net