নরসিংদীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক মহা সমাবেশ করেছে নরসিংদী জেলা ও শহর সহ সকল সহযোগী সংগঠনগুলো। শনিবার বিকেলে থেকে হাজার হাজার মানুষ নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এসে ভীর হতে থেকে। ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, আরো নরসিংদী জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ,সদর থানা আওয়ামী লীগ,মাধবদী থানা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, আওয়ামী মহিলা লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পুরো অনুষ্ঠান ঘিরে কানায় কানায় পূর্ণ ছিল পুরো এলাকা। হাজার হাজার মানুষের উপস্থিতে চলে ২৬ শে মার্চ মহান স্বাধীনতার দিবসের কার্যক্রম। এবং অনুষ্ঠানের শেষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আতোজবাজি ফুটানো হয়।