চাঁদা না পেয়ে কুমিল্লার মনোহরগঞ্জে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে শাজাহান নামে এক প্রবাসী ও ছেরাজুল হক নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। এসময় সন্ত্রাসীরা ঐ ব্যবসায়ীর নিকট থেকে ৭০ হাজার টাকা লুটে নেয়। মঙ্গলবার (২৯ মার্চ)সন্ধ্যায় উপজেলার বিপুলাসার বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী ছেরাজুল হক ছেরু ও স্থানীয় লোকজন জানান, ঐদিন দুপুরে বিপুলাসার বাজারের বিসমিল্লাহ প্লাজার পেছনে তাদের জায়গায় দেয়াল তৈরি করছিলেন। এসময় হেলাল, মাহবুব, হুমায়ুনসহ ১৫/২০ জন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা প্রবাসী শাহজাহানকে মারধর করে রড-সিমেন্ট লুটপাটসহ অন্যান্য নির্মাণ সামগ্রী তছনছ করে।
একইদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে বাজারের রূপালী ব্যাংকের বিপরীতে জসিমের দোকানের সামনে প্রবাসীর ভাই ব্যবসায়ী ছেরাজুল হক ছেরুর মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করে ঐ সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা ব্যবসায়ীর মোটরসাইকেল ও সাথে থাকা নগদ ৭০ হাজার টাকা লুটে নেয়। খবর পেয়ে নাথেরপেটুয়া ফাঁড়ি ইনচার্জ জাফর ইকবাল ও ওসি (তদন্ত) রিপন বালাসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ইত্যবসরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঐসময় স্থানীয়রা আহত ব্যবসায়ী ছেরাজুল হককে প্রথমে লাকসাম সরকারি হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ ভর্তি করানো হয় ।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।