কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশনা অনুযায়ী বিএনপি, জামাত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, ধ্বংসাত্মক তান্ডবলীলা ও অপতৎপরতার বিরুদ্ধে মীরসরাই উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫মার্চ (শনিবার) বিকালে মীরসরাই দলীয় কার্যালয় থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সময় সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, খৈয়াছড়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মায়ানী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সহ ২ পৌরসভা ও ১৬ ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ।
এই সময় বক্তব্য বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় দেশে বাঁকাপথে ক্ষমতা দখলের ষড়যন্ত্র হিসেবে বিএনপি ও জামায়াতের আবারও দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে সজাগ না থাকলে আমাদের দেশের ক্ষতি সাধন করবে এ অপশক্তি। তাই এখনি সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।