ঢাকা রেঞ্জের ১৩ জেলার ৯৬টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন গাজীপুরের শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন। একই সাথে গাজীপুর জেলারও সেরা ওসির পুরুষ্কার পান তিনি।
বুধবার ঢাকার সেগুন বাগিচায় ঢাকা রেঞ্জের ডিআইজির কর্যালয়ে ডিআইজি হাবিবুর রহমানের কাছ থেকে শ্রেষ্ঠ ওসির এ পুরস্কার গ্রহণ করেন খোন্দকার ইমাম হোসেন।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (আ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জিহাদুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেরা নির্বাচিত হয়ে খোন্দকার ইমাম হোসেন বলেন, সবসময়ই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করি। কোনো অন্যায় কাজে প্রভাবিত হতে চাই না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করেছি। কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতেও যেকোনো ধরনের অপরাধ নির্মূলে সবার সহযোগিতায় সফলতার এ ধারা অব্যাহত রাখতে চাই।
এদিকে, গাজীপুর জেলার ৫ থানার মধ্যে শ্রেষ্ঠ সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন শ্রীপুর এএসআই সুকান্ত দেবনাথ। মঙ্গলবার দুপুরের দিকে গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম-এর হাত থেকে এ পুরুষ্কার গ্রহন করেন তিনি।
উল্লেখ্য, ১৫ মে ১৯৭৫ সালে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার মাসিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন খোন্দকার ইমাম হোসেন। তাঁর পিতার নাম খোন্দকার লায়েক আলী। ৩০ জুন ২০২০ সালে তিনি গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন।