ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঐতিহ্যবাহি নবীনগর প্রেসক্লাবের ৩৬ বছর পদার্পণ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআনে হাফেজ ও পথ শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সভাপতি মো. জালাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, ওসি আমিনুর রশিদসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ব্যাংকার, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন থেকে এ পর্যন্ত মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী।