1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেষ হলো দুস্থদের মাঝে ত্রিতরঙ্গের ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: সিইসি চৌদ্দগ্রামে ইয়াবা সহ মাদক কারবারি বুস্টার সোলেমান আটক সংখ্যালঘু পরিবারের ফসলি জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ঈদগাঁওয়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন সেনবাগে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২৪-বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙ্গাবালী উপজেলায় স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ নৌবাহিনীর এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব : তারেক রহমান সংস্কারের দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ : মামুনুল হক

শেষ হলো দুস্থদের মাঝে ত্রিতরঙ্গের ঈদ উপহার বিতরণ

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৩৬ বার

দুস্থ অসহায় মানুষ ও সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাতে বন্দরনগরী চট্টগ্রামের শীর্ষস্থানীয় সেবা ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ আয়োজন করেছিল প্রবীণের মাঝে খাদ্য সামগ্রী ঈদ উপহার, শিশুদের ঈদ পোশাক, ঈদ উপহার এবং ইফতারি বিতরণ, সবশেষে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ইফতার সন্ধ্যার।

গতকাল সন্ধ্যায় ত্রিতরঙ্গ পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ত্রিতরঙ্গ শিশুমেলার শিশুদের ঈদ পোশাক বিতরণ ও ইফতার সন্ধ্যার মধ্য দিয়ে
আয়োজনে সমাপ্ত হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোঃ আশরাফ উদ্দিন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ত্রিতরঙ্গের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শাওন পান্থের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ পর্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ রেজাউল করিম এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার।
উল্লেখ্য ত্রিতরঙ্গ নাসিরাবাদ কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর এবং অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মোখলেছুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার মোরশেদ আলম ও কবি-সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল।

বিভিন্ন পর্বে বিতরণে অংশ নেন সাংবাদিক সাহিত্যিক ওসমান গনি মনসুর, কথা সাহিত্যিক এলিজাবেথ আরিফা মোবাশ্বিরা, ড.আনোয়ারা আলম, বাচিকশিল্পী ফ্যাশন ডিজাইনার সমাজসেবী আমিনা রহমান, প্রবীণ কবি কমরে আলম, সাংবাদিক ডেইজি মওদুদ, নাট্যব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস, রোটারিয়ান ডাক্তার হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান জাহাঙ্গীর খালেদ, মিডিয়া ব্যক্তিত্ব নাসরীন ইসলাম, বেতার-টিভি শিল্পী অনামিকা তালুকদার,বাচিকশিল্পী মিলি চৌধুরী, বেতার ব্যক্তিত্ব নাসিমা আক্তার ডেইজী, শিল্পী সুবর্না রহমান, আদিবা ওয়াদুদ, টাঙ্গাইল থেকে মৌসুমী রহমান মিতা, সিলেট থেকে আইটি বিশেষজ্ঞ অনিমেষ শর্মা সহ অনেক আলোকিত ব্যক্তিবর্গ।

বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন তিন দিনব্যাপী ত্রিতরঙ্গের আয়োজনে প্রশংসা করে বলেন ত্রিতরঙ্গের আয়োজন থেকে সমাজ যেমন উপকৃত হবে তেমনি সেবামূলক কাজে সংশ্লিষ্ট থেকে যুবসমাজও সুপথে পরিচালিত হবে।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার জনাব তানভীর বলেন মুহূর্তের ঝোঁকে আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি, মুহূর্ত কেটে গেলে সে আবেগ আর থাকেনা কিন্তু বছরের পর বছর যখন সেই কাজটি একজন করতে থাকে তখন বুঝতে হবে এটা তার কমেটমেন্ট, এটা তার আবেগের জায়গা। ত্রিতরঙ্গ ধারাবাহিকভাবে সেই কাজটি সুনিপুণভাবে করে আসছে।

সমাপনী বক্তব্যে সংগঠনের মহাসচিব শাওন পান্থ আশা ব্যক্ত করেন বলেন দীর্ঘ তিন যুগ ধরে যে কর্মসূচি আমরা পালন করে আসছি এর ধারাবাহিকতা আমরা অক্ষুন্ন রাখবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net