এবার ভিন্ন ভাবে নতুন কিছুর খোঁজে, নতুন আশায় আলোকিত সংঘের ইদ উপহার বিতরণ হয়েছে। প্রতিবার আলোকিত সংঘের ইদ উপহার চট্টগ্রাম শহর কেন্দ্রিক বিতরণ হয়ে আসছে কিন্তু এবার স্থান পরিবর্তন করে সন্দ্বীপের অসহায় মানুষের সাথে ইদের আনন্দ ভাগাভাগি করতে আলোকিত সংঘ প্রায় অর্ধশতাধিক আসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইদ উপহার বিতরণ করেন।
২৯-০৪-২০২২ তারিখ বিকাল ৩টাই, আলোকিত সংঘের অর্গানাইজেশন সম্পাদক সায়েদ মাহমুদ এর সঞ্চালনায়, সভাপতি কাজী শরিফুল হাসান এর অনুমতিক্রমে মগধরা, বাংলা বাজার সংলগ্ন লায়ন মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোকিত সংঘের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত ঈদবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মগধরা ৩ নং ওয়ার্ড এর সুনামধন্য মেম্বার সাইফুল ইসলাম রিয়াদ, আলোকিত সংঘের বিওডি মেম্বার ইঞ্জিনিয়ার নূরুল আমিন সহ আলোকিত সংঘের আরো অনেক সদস্য।
বক্তব্য প্রধান কালে ইঞ্জিনিয়ার নূরুল আমিন আলোকিত সংঘের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং আগামীতে সকল ইদ উপহার সন্দ্বীপ কেন্দ্রিক বিতরণ করার আশা ব্যক্ত করেন। যাতে সন্দ্বীপের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষ সকলের সাথে ইদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন।
মগধরা ৩নং ওয়ার্ড এর মেম্বার সাইফুল ইসলাম রিয়াদ আলোকিত সংঘের ইদ উপহার বিতরণের জন্য উনার নির্বাচনী এলাকা বাঁচায় করে, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইদ উপহার বিতরণ করায় আলোকিত সংঘকে ধন্যবাদ জানান এবং বলেন যারা ইদবস্র পাচ্ছেন তারাই হচ্ছে প্রকৃত ইদ উপহার পাওয়ার হকদার আলোকিত সংঘ যাতে আগামীতেও সন্দ্বীপ কেন্দ্রিক এমন প্রোগ্রামের ধারাবাহিকতা বজায় রাখেন এই বিষয়ে আহবান জানান।
পরিশেষে সভাপতির বক্তব্যে তিনি সন্দ্বীপ কেন্দ্রিক আলোকিত সংঘের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আরো বাড়িয়ে সব সময় সন্দ্বীপের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়ে উনার বক্তব্য সমাপন করেন এবং উপস্থিত অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইদ উপহার বিতরণ এর মাধ্যমে উক্ত ইদ উপহার অনুষ্ঠান সমাপ্ত করেন।