কুমিল্লা নগরীর শাহ সুজা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ১৪ জন পবিত্র কুরআনে হাফেজ হওয়ায় তাদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে তাদের পাগড়ি প্রদান করা হয়। মাদ্রাসা ও এতিম খানা কমিটির সভাপতি এডভোকেট আবদুল আজিজ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া কাশিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন শাহসুজা মসজিদ কমিটির সভাপতি সফিকুল ইসলাম শিকদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহসুজা মসজিদের পেশ ইমাম মুফতি খিজির আহমেদ কাসেমী , এডভোকেট আশরাফ উদ্দিন রহমত, শিক্ষক দেলোয়ার হোসেন, মাদ্রাসার তত্বাবধায়ক হাফেজ
আবুল হাসেম, প্রকৌশলী আবুল কাশেম,সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী ও হাফেজ রেদোয়ান আহমেদ প্রমুখ।
পাগড়ি প্রাপ্ত ১৪ জন ছাত্র হলেন,হাফেজ মোঃ ইরফান হোসেন আবির,হাফেজ মোঃ আহসানুল হক জোনায়েদ, হাফেজ মোঃ শাকিল আহমেদ, হাফেজ মোঃ হাসান আহমেদ জাহিদ, হাফেজ মোঃ মেহেদী হাসান, হাফেজ মোঃ মাকসুদুর রহমান, হাফেজ মোঃ
সিহাব হোসেন আনাস, হাফেজ মোঃ নজরুল ইসলাম হামিম, হাফেজ মোঃ হোসাইন, হাফেজ মোঃ মহিম খন্দকার, হাফেজ মোঃ শেখ মোঃ ফয়সাল, হাফেজ মোঃ মজিবুর রহমান, হাফেজ মোঃ মিজানুর রহমান । পরে মাদ্রাসার সকল ছাত্রের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।