1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ২০২২ উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব : তারেক রহমান সংস্কারের দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ : মামুনুল হক গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সেপ্টেম্বরে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার টিসিবি’র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী মাগুরায় বিনা,র  মাঠ দিবস অনুষ্ঠিত রামগড়ে দুর্গম অন্তুপাড়া স্কুল শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ মাগুরায় জামায়াতের নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ২০২২ উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২২৬ বার

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার মুজাফরাবাদ গ্রামের “দত্ত ভবন”স্বর্গীয় ডা.রুক্মিণী বিকাশ দত্ত(বিমল) মহোদয়ের বাড়ীতে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ দু’দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।অনুষ্ঠানমালার মধ্যে ছিল অখণ্ড সমবেত উপাসনা,মঙ্গল শোভাযাত্রা, শ্রীশ্রী অন্নপূর্ণা মায়ের আরতি,উষা কীর্তন,শ্রীশ্রী চণ্ডী পাঠ,শ্রীশ্রী গঙ্গা মায়ের আবাহন, শ্রীশ্রী বিপদবারণ মধুসূদন নামসংকীর্তন ও ভোগ নিবেদন,নৃত্য অনুষ্ঠান,ধর্মীয় সংগীতাঞ্জলি,স্বর্গীয় ডা.রুক্মিণী বিকাশ দত্ত(বিমল)স্মৃতি বৃত্তি পরীক্ষা, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, ছোটদের মৌখিক গীতাপাঠ প্রতিযোগিতা,পুরষ্কার ও সনদপত্র বিতরণ, শ্রীমদ্ভগবদগীতার আলোকে মনুষ্যত্ব লাভের উপায় শীর্ষক ছোটদের আলোচনা সভা,গুণীজন সম্মাননা প্রদান,ভজন সংগীতাঞ্জলি,ধর্মীয় পালা কীর্তন ও বাউল সংগীত,অন্নপ্রসাদ বিতরণ ।শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞে পৌরোহিত্য করেন শ্রীশ্রী পঞ্চমাতা বিগ্রহ বাড়ী ও সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী(রনি মা)সহযোগী ছিলেন শ্রীমৎ হরিকৃপানন্দ ব্রহ্মচারী,শ্রী বাবু দত্ত,শ্রী মিলন দে,রনি চৌধুরী ।গীতা পাঠ পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত গীতা সুধাকর শ্রী প্রদর্শন দেবনাথ,সৌমেন ভট্টাচার্য, বিপুল দাশ বিপলু,শিমুল চক্রবর্ত্তী,শোভন রায়,প্রিয়তোষ সরকার রাসু প্রমুখ।অখণ্ড সমবেত উপাসনায় পৌরোহিত্য করেন শ্রীমৎ জওহর ব্রহ্মচারী ও মুজাফরাবাদ অখণ্ড মণ্ডলীর ভক্তবৃন্দ।শ্রীশ্রী চণ্ডী পাঠ পরিবেশন করেন শ্রী প্রতুল চৌধুরী। শ্রীশ্রী বিপদবারণ মধুসূদন নাম সংকীর্তন পরিবেশন ও ভোগ নিবেদন করেন পুরোহিত শিবু ভট্টাচার্য।

আদর্শ জীবন গঠনে গীতার উপদেশ শীর্ষক মহতী ধর্মীয় সম্মেলনে সভাপতিত্ব করেন সুদূর ভারত থেকে আগত বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী সুরঞ্জন দত্ত, প্রধান অতিথি ছিলেন অধ্যাপক বনগোপাল চৌধুরী, মহান অতিথি ছিলেন ডক্টর তাপসী ঘোষ রায়,আশীর্বাদক ছিলেন শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী,বিশেষ অতিথি ছিলেন শিক্ষক দেবাশীষ দত্ত ক্রেডিট,অজিত দত্ত পুলক, শিক্ষক শ্যামল বৈদ্য সবুজ,শিক্ষক সুমন দাশ,সংগঠক নিমাই সিংহ, স্বাগত বক্তব্য রাখেনএগ্রিকালচার অফিসার সধর্মানুরাগী সুভাষ চন্দ্র দত্ত, সঞ্চালনায় ছিলেন মিশন দত্ত সপু।ভজন কীর্তন”হে প্রাণ স্বামী স্বরুপানন্দজী” পরিবেশন করেন বিশিষ্ট অধিবাস কীর্তনিয়া সুধামা দাশ সুজন।ধর্মীয় পালা কীর্তনে অংশগ্রহণ করেন প্রখ্যাত কবিয়াল রণজিৎ কর ও হারাধন রুদ্র।বাউল সংগীত পরিবেশন করেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিল্পী অমিত সেনগুপ্ত ,সনাতন দাশ,পরিচালনা করেন অঞ্জন বিশ্বাস টাংকু,যন্ত্রানুসঙ্গে ছিলেন এস.এম জয়,লিপছন নন্দী, অনিক ভট্টাচার্য, জহরলাল বিশ্বাস, আকাশ,আদিত্য, রিক্ত, রাধেশ্যাম,তপু,মিশু,রুবেল,রাহুল।

স্বর্গীয় ডা.রুক্মিণী বিকাশ দত্ত(বিমল) স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন শ্রীশ্রী ঠাকুর বাড়ী গীতা শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন গীতা স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ,এতে বিচারক ছিলেন ডা.নীল কান্ত দাশ বিশু,সহযোগী ছিলেন নয়ন গুহ।দুপুরে আগত অসংখ্য ভক্তবৃন্দের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়,অন্নপ্রসাদ পরিবেশন /বিতরণে ছিলেন পাচক মধু বিশ্বাস ও মুজাফরাবাদ পল্লী উন্নয়ন সংস্থার সকল সদস্য বৃন্দ। ছোটদের গীতা নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগীত শিল্পী বাবুল বিশ্বাস, আলোচনা সভায় অংশগ্রহণ করেন জিৎ বিশ্বাস,রুমি শীল,প্রান্ত মল্লিক সহ আরো অনেক উদীয়মান ক্ষুদে বক্তা। নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উদীয়মান নৃত্য শিল্পী রহিত দাশ,রুমি শীল,পলি শীল,জয়ন্তী সামন্ত পূজা বিশ্বাস,স্বস্তিকা দত্ত স্বস্তি, অর্পিতা বিশ্বাস, পাপিয়া দে,স্মৃতি বৈদ্য ,অঙ্কিতা শীল।পরে গুণী জন সংবর্ধনা,ধর্মীয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ,বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ,নৃত্য ও সংগীতানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার,সনদপত্র ও সম্মানন পত্র প্রদান করা হয়।পরিশেষে নিখিল বিশ্বের কুশল কামনায় হরিনাম সংকীর্তন শান্তি বাচনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net