পবিত্র ঈদুল ফিতর উদযাপনে কুমিল্লা তিতাস উপজেলাবাসীকে বেশকিছু অনুরোধ জানিয়েছে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস।
১. ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আপনারা অনেকই গ্রামে এসেছেন।এই আনন্দঘন পরিবেশে সম্পত্তি ভাগ বাটোয়ারা,সীমান নির্ধারন, গোষ্ঠীগত রেষারেষি ইত্যাদি কারনে কোন সংঘাতে জড়াবেন না।ইহাতে ঈদের আনন্দ ম্লান হওয়ার সম্ভাবনা থাকে।
২. ঈদকে কেন্দ্র করে উঠতি বয়সের যুবকেরা গাড়িতে সাউন্ড সিস্টেম সহযোগে ঘুরে বেড়ায় ইহাতে দূর্ঘটনা কবলিত হওয়ার সম্ভাবনা এবং শান্তিপ্রিয় জনগনের বিরক্তির উদ্দ্যেগ হয়।এমন পরিস্থিতিতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।
৩. রাতে আপনার বসত ঘরের দরজা জানালা ভাল ভাবে চেক করে ঘুমাতে যান এবং থানা পুলিশের মোবাইল নাম্বার ডায়েলে রাখুন।যাহাতে তাৎক্ষণিক ভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তিতাস থানা পুলিশের সাথে যোগাযোগ করার নাম্বার:- 01320-114360.
আপনাদের আনন্দের মাঝেই, আমাদের আনন্দ খুজে নিব।