গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে আজকে নিম্নমধ্যবিত্ত পারিবারের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দেশের মানুষকে তথাকথিত উন্নয়নের কথা বলে সরকার তাদের অপকর্ম ঢেকে রাখার চলচাতুরিতে ব্যাস্ত রয়েছে। দেশের মানুষ চলচাতুরিতে বিশ্বাসী নয়। মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। মানুষের হৃদয়ে গভীরে যে ক্ষোভের সঞ্চারণ হচ্ছে তাতে খুব শিগ্রই দেশে গণবিষ্ফোরণের মাধ্যমে আওয়ামী হায়েনা সরকারের পতন ঘটবে। জনাব জাফরুল ইসলাম চৌধুরী সর্বস্তরের নেতা কর্মিকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতনের চলমান আন্দোলন বেগবান করার আহ্বান জানান।
গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকালে জাফরুল ইসলাম চৌধুরীর বাঁশখালীর কালিপুরস্থ বাস ভবনে বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।
বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেনের চঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মাষ্টার লোকমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী পৌরসভা পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক এডভোকেট লায়ন নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুর রহমান, জেলা যুবদল নেতা এডভোকেট শওকত ওসমান, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক দৌলত আকবর চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির যুগ্মআহ্বায়ক কামাল উদ্দীন, পৌরবিএনপির যুগ্মআহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জাকের হোসেন, বিএনপি নেতা ইমতিয়াজুল হক জিলু, মো. মোহাম্মদ খায়রুল বশর সেলিম, হাশমত আলী, বিএনপি নেতা শওকত আকবর সাদুর, এস এম শহিদ, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সারাবান তাহুরা ফেরদৌসী কলি, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক রাসেল চৌধুরী, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল কাইসার বাদশা, যুবদল নেতা রিদুয়ান সিকদার, মাহমুদুল ইসলাম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহেদ আকবর চৌধুরী, সদস্য সচিব আদিল উদ্দিন চৌধুরী, পৌরসভা শ্রমিকদল নেতা নুর মোহাম্মদ নুরু, ছাত্রদল নেতা আবদুস সবুর, এস এম তৈয়ব, নিজাম উদ্দিন, বাঁশখালী সরকারী আলাওল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেকুল ইসলাম তালুকদার, সদস্য সচিব আরমান সিকদার, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহেদ হাসান তারেক, উপজেলা ছাত্রদল নেতা সুমন চৌধুরী ও সোহেল প্রমূখ।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদল নেতা মাওলানা মাহমুদুল হক।