চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ১ বছরের সাজা প্রাপ্ত আসামী সহ বিভিন্ন মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,১ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড প্রাপ্ত আসামি ১।আবছার মিয়া পিতাঃমৃতঃজাফর আহমদ,সাং,পশ্চিম ধোপাছড়ি।এবং সিআর মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি ২।মো.আবদুল করিম।
পিতাঃমৃতঃ মো.আবদুল জলিল,সাংঃনগর পাড়া জাফরাবাদ।ও সিআর পরোয়ানা ভুক্ত আসামী ৩।মো.জসিম উদ্দিন।পিতাঃমো.শামসুল আলম,৪নং মুরাদাবাদ।সর্ব থানা চন্দনাইশ জেলা চট্টগ্রাম,আসামিদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।